সংক্ষিপ্ত
ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া জনস্বার্থে নিয়ে ফেলল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসে গেল পিভিসি আধার কার্ড। এই কার্ডের সুবিধা হল, একটি মাত্র মোবাইল নম্বর থেকেই গোটা পরিবারের জন্য পিভিসি আধারকার্ড অনলাইনেই আবেদন করার সুবিধা পাওয়া যায়।
মোদী সরকারের আমলে প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসাবে আধারকার্ডকে (Aadharcard) ধার্য করা হচ্ছে। মোবাইল নম্বর থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, ভোটার কার্ডের মত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সঙ্গে আধারলিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র। শুধু এই সব ক্ষেত্রেই নয়, বাড়ি ভাড়া, যে কোনও সরকারি বা বেসরকারি ক্ষেত্রেও অত্যন্ত প্রয়োজনীয় নথি হিসাবে গুরুত্ব দেওয়া হয়ে থাকে আধারকার্ডকে। তাই আধারকার্ড ছাড়া জীবনের একটা স্টেপও যে ফেলা যাবে না সেটা বলাই বাহুল্য। আর ঠিক সেই জন্যই ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া জনস্বার্থে নিয়ে ফেলল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এসে গেল পিভিসি আধার কার্ড (PVC aadharCard)। এই কার্ডের সুবিধা হল, একটি মাত্র মোবাইল নম্বর থেকেই গোটা পরিবারের জন্য পিভিসি আধারকার্ড অনলাইনেই (Online Service)আবেদন করার সুবিধা পাওয়া যায়।
খুব সহজেই এই পদ্ধতিতে অনলাইনে পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করা যায়। উল্লেখ্য, কিছুদিন আগে পর্যন্তও এই দেশে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড কার্ডে ছাপানো আধার কার্ডের কোনও আইনি বৈধতা ছিল না। কিন্তু বর্তমানে এটি বৈধ আদারকার্ডের স্বীকৃতি পেয়েছে। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে পিভিসি আধার কার্ড ছাপানোর বৈধতা দিয়েছে কেন্দ্র। এই কার্ডটি হুবহু এটিএম কার্ডের মত দেখতে। যার ফলে এটিকে সহজে বহনও করা যায়। এর ফলে আপনি আপনার ব্যাগেই এটিকে রাখত পারবেন। যে কোনও জায়গায় আধারকার্ডের প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে এটি বের করে কার্যসিদ্ধ করতে পারবেন।
পিভিসি আধারকার্ডেও থাকে ১২ সংখ্যার আধার আইডি থেকে নাম, ঠিকানা এবং ছবি, সবটাই থাকে। এই আধারকার্ডে রয়েছে একটা ম্যাট ফিনিশ লুক। কার্ডের একদিকে থাকে নাম, আধার কার্ড নম্বর, ছবি এবং কিউআর কোড আর অন্যদিকে থাকে ঠিকানা। এই কার্ডের ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হল, যাঁদের মোবাইল নম্বর আধারের সঙ্গে রেজিস্টার করা নেই তাঁরা নন-রেজিস্টার্ড বা বিকল্প ফোন নম্বর থেকে পিভিসি কার্ড অর্ডার করার সুবিধা পাবে। পরিবারের যে কোনও একজন সদস্যের মোবাইল নম্বরের মাধ্যমে অনলাইনে পরিবারের বাকি সদস্যদের জন্য পিভিসি আধারের জন্য আবেদন করা যাবে। এই কার্ডের জন্য খুব বেশী টাকা খরচেরও প্রয়োজন পড়বে না। মাত্র ৫০ টাকার বিনিময়েই এই কার্ড পাওয়া যাবে। একজন ব্যক্তি তাঁর নিজের ও পরিবারের ৩ জনের জন্য যদি পিভিসি আধারকার্ড তৈরি করতে চায় তাহলে মোট খরচ পড়বে ২০০ টাকা। উল্লেখ্য,অর্ডার দেওয়ার এক সপ্তাহের মধ্যেই আপনার পিভিসি আধারকার্ড স্পিড পোস্টের মাধ্যমে বাড়িতে চলে আসবে।
পিভিসি আধার কার্ড পাওয়ার জন্য অনলাইনেই আবেদন করা যায়। কীভাবে আবেদন করবেন জেনে নিন। এর জন্য প্রথমে ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে myaadhaar.uidai.gov.in/genricPVC যেতে হবে। তারপর মাই আধার সেকশন-এ গিয়ে অর্ডার আধার পিভিসি অপশনে ক্লিক করতে হবে। তারপর একটি পেজ খুলে যাবে। সেখানে ১২ সংখ্যার আধার নম্বর বা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি দিতে হবে। এবার ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি আসবে। ভেরিফিকেশন সফল হলেই পিভিসি আধার কার্ডের একটি প্রিভিউ দেখা যাবে। তারপর পেমেন্ট অপশনে গিয়ে ৫০ টাকা পেমেন্ট করতে হবে। এবার পিভিসি আধার রিপ্রিন্টের অর্ডার দিতে হবে। পদ্ধতিটি সঠিকভাবে সম্পন্ন হলেই এক সপ্তাহের মধ্যেই আপনার হাতে চলে আসবে পিভিসি আধারকার্ড।