সংক্ষিপ্ত

কলকাতায় শেষ দুদিন প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ শুক্রবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনালি ধাতুর যে দর ছিল, ৪৫ হাজার ৮০০ টাকা শনিবারও সেই দরই জারি রয়েছে ২২ ক্যারেটে। তবে ২৪ ক্যারেটে কিছুটা দাম বেড়েছে। প্রায় ২৭০ টাকা মত দাম বেড়েছে। 
 

ফেব্রুয়ারি মাসেও বিয়ের মরশুম অব্যাহত। আর সেই সঙ্গে সোনার দামের উর্ধমুখী (Gold Price Hike) গ্রাফও একপ্রকার অপরিবর্তিতই বলা চলে। মাঝে দু-একদিন সোনার দামের ওঠা-নামায় কোনও পরিবর্তন লক্ষ্য করা যায় নি। তবে, সেক্ষেত্রে সোনালি ধাতু সস্তা হয়েছিল সেকথা কিন্তু মোটেই বলা চলে না। তবে শেষ দুদিন প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রইল। আজ ১২ ফেব্রুয়ারি, শনিবার সোনার দামে (Gold Price Today)কোনও পরিবর্তন দেখা গেল না। গতকাল অর্থাৎ শুক্রবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম ছিল যথাক্রমে ৪৫ হাজার ৮০০ টাকা ও ৪৯ হাজার ৯৭০ টাকা। আজ ১২ ফেব্রুয়ারি শনিবারেও সেই দাম অব্যাহত রইল। অর্থাৎ শুক্রবারও প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে যাথাক্রমে ৪৫ হাজার ৮০০ টাকা ও ৪৯ হাজার ৯৭০ টাকা। 

ভারতে সোনার দামের গ্রাফ দেখে কলকাতায় (Gold Price In kolkata) সোনার দাম কেমন হবে সেই আন্দাজ নিশ্চই করতে পারছেন। হ্যাঁ, কলকাতাবাসীও চড়া সোনার দামে একবারে হাসফাঁস করছে। বিয়ের মরশুমে উর্ধ্বমুখী সোনার দামে হাত পুড়ছে মধ্যবিত্তের। আসুন দেখে নেওয়া যাক সপ্তাহের শেষপ্রান্তে অর্থাৎ শনিবার কলকাতাবাসীকে সোনার দাম (Gold Price) কতটা চাপ বাড়াল। উল্লেখ্য, কলকাতায় শেষ দুদিন প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ শুক্রবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনালি ধাতুর যে দর ছিল, ৪৫ হাজার ৮০০ টাকা শনিবারও সেই দরই জারি রয়েছে ২২ ক্যারেটে। তবে ২৪ ক্যারেটে কিছুটা দাম বেড়েছে। প্রায় ২৭০ টাকা মত দাম বেড়েছে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনায়। দাম বৃদ্ধির পর আজ অর্থাৎ শনিবার সেই দামের পারদ গিয়ে পৌঁছাল ৪৯ হাজার ৯৭০ টাকায়, যেখানে শুক্রবার ২৪ ক্যারেট সোনার দর ছিল  ৪৯ হাজার ৭০০ টাকা। 

আরও পড়ুন-সোনা কেনার সুবর্ণ সুযোগ কবে আসবে, প্রহর গুনছে মধ্যবিত্ত

আরও পড়ুন-ফের খানিকটা দাম বাড়ল সোনালি ধাতুর, মাথায় হাত মধ্যবিত্তের

আরও পড়ুন-ফের সোনার দামে সামান্য বৃদ্ধি, মধ্যবিত্তের অস্বস্তি অব্যাহত

সোনার দরের উত্তরোত্তর বৃদ্ধিতে যেমন নাজেহাল ক্রেতারা, তেমনই বেশ কিছুটা চিন্তা বাড়িয়েছে সোনার বিক্রেতাদেরও। কারন দামের উর্ধ্বমুখী পারদ না নামলে সাধারণ মানুষ স্বচ্ছন্দে সোনার গয়না কেনাকাটা করতে পারছে না। ফলে বিক্রেতাদেরও লাভের পরিমান বাড়ছে না। সোনার কেনার সময় সোনার বিশুদ্ধতা নিয়ে একটা বড় প্রশ্ন জাগে ক্রেতার মনে। সেই সংশয় দূর করতে রয়েছে BIS Care app ।  সরকার অনুমোদিত এই অ্যাপের দ্বারা আপনি সহজেই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে যদি কোনও অভিযোগ জানানোর কোনও বিষয় থাকে সেগুলোও জানাতে পারবেন। যদি হলমার্ক সংক্রান্ত কোন সমস্যা থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ পাবেন।