সংক্ষিপ্ত

ফের হেঁশেলে আগুন জ্বলছে মধ্যবিত্তের। মে মাসের শুরুতেই ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।  একধাক্কায় আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১০২ টাকা ৫০ পয়সা।  ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ফের বেড়ে গেল একধাক্কায়। এই দাম বাড়ার ফলে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম দাড়াল ২,৩৫৫ টাকা ৫০ পয়সা। এছাড়াও ৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ৬৫৫ টাকা। 

মাসের প্রথম দিনেই মধ্যবিত্তের হেঁশেলে ছ্যাঁকা।অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। এর পাশাপাশি অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের। একদিকে তাপমাত্রার পারদ তুঙ্গে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশছোঁয়া। মাসের শুরুতেই  মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম। ১ লা মে থেকেই কার্যকর হল নতুন দাম। 

ফের হেঁশেলে আগুন জ্বলছে মধ্যবিত্তের। মে মাসের শুরুতেই ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।  একধাক্কায় আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১০২ টাকা ৫০ পয়সা।  ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ফের বেড়ে গেল একধাক্কায়। এই দাম বাড়ার ফলে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম দাড়াল ২,৩৫৫ টাকা ৫০ পয়সা। এছাড়াও ৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ৬৫৫ টাকা। 

 

 

১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের  আগের দাম ছিল ২২৫৩ টাকা। এবার১০২ টাকা ৫০ পয়সা বেড়ে যাওয়ায় নতুন দাম হল  ২,৩৫৫ টাকা ৫০ পয়সা।   এবং কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,৪৫৫ টাকা। শুল্কের ভিত্তিতেই রাজ্য অনুযায়ী গ্যাসের দামও আলাদা আলাদা হয়।অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে।এবার নতুন মাস পড়তে না পড়তেই ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। গ্যাসের দাম বাড়ায় সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা। বিশেষ করে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার হোটেল, রেস্তোরাঁয় ব্যবহার করা হয়। যার ফলে খাবারের দামও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।  বিয়ের মরশুমে গ্যাসের দাম বাড়ায় খরচও যে দ্বিগুণ বাড়তে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। মধ্যবিত্তের পকেটে টান পড়েছে মাসের শুরু থেকেই। এক মাস আগেও এলপিজি সিলিন্ডারের দাম ২৫০ টাকা বাড়ানো হয়েছিল।  তার আগেও  ১ লা মার্চ ১০৫ টাকা দাম বেড়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের।দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২,৩৫৫ টাকা ৫০ পয়সা।   এর আগে  সিলিন্ডার কিনতে খরচ হতো ২,২৫৩ টাকা।  মুম্বইতে আগে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ২২০৫ টাকা। আজ থেকে দাম বেড়ে হল ২৩০৭ টাকা। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হতো ২৩৫১ টাকা। এবার কিনতে খরচ হবে ২৪৫৫ টাকা। এবং  ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম চেন্নাইতে কিনতে খরচ হতো ২৪০৬ টাকা, আজ থেকে তা কিনতে খরচ হতো ২৫০৮ টাকা। তবে যেহারা রান্নার দাম বাড়ছে তার ফলে পকেটে কোপ পড়ছে মধ্যবিত্ত থেকে ব্যবসায়ীদের।

আরও পড়ুন- মে মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কখন কোথায় কিসের ছুটি থাকবে জেনে নিন, রইল সম্পূর্ণ তালিকা

আরও পড়ুন-সরকারি এই স্কিমে ইনভেস্ট করলে মিলবে ১০ লাখ টাকা, কীভাবে বিনিয়োগ করবেন জেনে নিন

আরও পড়ুন- বাম্পার সুযোগ, ৫০০ টাকারও কম বিনিয়োগ করে কীভাবে কোটিপতি হবে জানেন