সংক্ষিপ্ত

একধাক্কায় দাম বাড়ল রান্নার গ্যাসের। ফের মাসের শুরুতেই হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।  অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। একলাফেই ১০০০ টাকার গন্ডি পার করল এলপিজি গ্যাস।  কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস কিনতে এবার দিতে হবে ১০২৬ টাকা। গ্যাসের দাম বাড়তেই মধ্যবিত্তের হেঁশেলে ছ্যাঁকা। 

একধাক্কায় দাম বাড়ল রান্নার গ্যাসের। ফের মাসের শুরুতেই হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।  অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। একলাফেই ১০০০ টাকার গন্ডি পার করল এলপিজি গ্যাস।  কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস কিনতে এবার দিতে হবে ১০২৬ টাকা। গ্যাসের দাম বাড়তেই মধ্যবিত্তের হেঁশেলে ছ্যাঁকা। 

একদিকে তাপমাত্রার পারদ তুঙ্গে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশছোঁয়া। তার উপর ফের গ্যাসের দাম ৫০ টাকা বাড়াতেই অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের। মাসের শুরুতেই  মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম। এবার থেকে কলকাতায় একটি গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ১০২৬ টাকা। খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেহারে বেড়ে চলেছে তাতেই ঘুম উড়েছ মধ্য়বিত্ত ও নিন্মবিত্ত পরিবারের। তবে যেহারে গ্যাসের দাম বেড়েছে তাতে পকেটে কোপ পড়ছে। অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে।এবার নতুন মাস পড়তে না পড়তেই ফের দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের। 

 

বৈশাখের কাঠফাটা গরমে হেঁশেলে আগুন জ্বলছে মধ্যবিত্তের। মে মাসের শুরুতেই ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।  একধাক্কায় আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের। এলপিজি সিলিন্ডারের দাম  ৫০ টাকা বাড়ায় মুহূর্তের মধ্যে ১০০০ টাকার গন্ডি পার করল গ্যাসের দাম। এই মুহূর্তে গ্যাস কিনতে গেলেই নাজেহাল হবে মধ্যবিত্ত। দিনকয়েক আগেই ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম  ১০২ টাকা ৫০ পয়সা  বেড়েছিল একধাক্কায়। এই দাম বাড়ার ফলে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম হয়েছে ২,৩৫৫ টাকা ৫০ পয়সা। এছাড়াও ৫ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৬৫৫ টাকা।  তবে কলকাতায় এই দফায় ৯.৫০ পয়সা কমায় ১৯ কেজি রান্নার গ্যাসের দাম হয়েছে ২৪৪৫ টাকা, যা মাসের পয়লা দিনেই ১০০ টাকা বেড়েছিল। তবে রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা গন্ডি পেরোতেই আতঙ্কের প্রহর গুনছে মধ্যবিক্তরা। বিয়ের মরশুমে গ্যাসের দাম বাড়ায় খরচও যে দ্বিগুণ বাড়তে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। মধ্যবিত্তের পকেটে টান পড়েছে মাসের শুরু থেকেই।  কোনওভাবেই স্বস্তি পাবেন না সাধারণ মানুষ, তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। সংসার চালাতে গিয়েই হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা।

আরও পড়ুন-অ্যামাজনের সামার সেল শুরু, স্মার্ট ল্যাপটপে ৩০ শতাংশ অবধি ছাড়, জানুন আরও কী কী সুবর্ণ সুযোগ

আরও পড়ুন-সুখবর, সপ্তাহের শেষে বড় ধামাকা, দেশজুড়ে ফের সস্তা সোনার দাম, বড় পতন রূপোর