সংক্ষিপ্ত
-পঞ্জাবের দিওয়ালি বাম্পার অফার পঞ্জাব স্টেট লটারি। এই লটারির ইউএসপি হল অতিরিক্ত ৩ টি টিকিট কিনলে তার জন্য কোনও অতিরিক্ত মূল্য দিতে হবে না। প্রথম পুরস্কার হিসাবে পকেটে আসবে ২ কোটি টাকা। পঞ্জাব স্টেট লটারির ওয়েবসাইট থেকে টিকিট কাটার সুযোগ রয়েছে।
দিওয়ালির মরশুম(Diwali) মানেই ধামাকাদার অফারের সমাহার। দীপাবলি উপলক্ষ্যে পঞ্জাবের(Punjab) আকর্ষণীয় অফারের তালিকায় রয়েছে পঞ্জাব স্টেট লটারি(Punjab State Lottery)। ভারতের(India0 যেকোনও প্রান্তের মানুষ এই লটারি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এ আর বি-এই দুটো ভাগে ভাগ করা হয়েছে পঞ্জাবের দিওয়ালি বাম্পার অফার(Punjab Diwali Bumper Offer) পঞ্জাব স্টেট লটারি(Punjab Sttate Lottery)-কে। অনলাইনেও পঞ্জাব স্টেট লটারির ওয়েবসাইট থেকে টিকিট কাটার সুযোগ রয়েছে। লটারির মূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। পোস্টাল আর প্যাকিং চার্জের জন্য লাগবে ৯০ টাকা। তবে পঞ্জাব স্টেট লটারির (Punjab Sttate Lottery) ইউএসপি(USP) হল অতিরিক্ত ৩ টি টিকিট কিনলে তার জন্য কোনও অতিরিক্ত মূল্য লাগবে না। প্রথম পুরস্কার(1st prize) হিসাবে পকেটে আসবে ২ কোটি টাকা। দ্বিতীয় পুরস্কার(2nd Prize) বাবদ মিলবে ১ কোটি টাকা। দিওয়ালি বাম্পার এই লটারির চূড়ান্ত ফলাফল জানা যাবে ৮ নভেম্বর। বলা বাহুল্য, পঞ্জাব স্টেট লটারি(Punjab Sttate Lottery) দ্বারা অনুমোদিত ডিলার গান্ধী ব্রাদার্স লটারির(Gandhi Brothers Lottery) মালিক মনমিত সিং(Manmeet Singh)-ই লটারির সমস্ত স্কিম ও অফার বিভিন্ন সোশ্যাল সাইট ও তাদের নিজস্ব পেজে দেন। তাছাড়া গান্ধী ব্রাদার্সের তরফেই তৈরি করা হয় সমস্ত রকম ভিডিও।
Diwali Home Decore - দীপাবলিতে ঘর সাজান হ্যান্ডমেড প্রদীপে, আর নিজেকে সাজান জাঙ্ক জুয়েলারিতে
Chaina To Suffer 50 Cr Loss -স্বদেশী দীপাবলি পালিত হবে দেশে, ৫০ কোটির আর্থিক ক্ষতির সম্ভবনা চিনের
অনলাইন টাকা লেনদেনের জনপ্রিয় অ্যাপ ফোন পে(Phone PE), গুলগ পে(Google Pay) ও পেটিএম(Paytm) মারফতও কাটা যাবে পঞ্জাব স্টেট লটারির Punjab Sttate Lottery টিকিট। ৯৮১৫৯৬৯৮৮-এই নম্বরটিতে হোয়াটস অ্যাপ করে টাকা পেমেন্ট করে দিলে স্পিডপোস্ট বা কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে চলে আসবে লটারির টিকিট। তবে এর জন্য অবশ্য আপনাকে উপরের দেওয়া নম্বরে সঠিক ঠিকানাটি পাঠাতে হবে। পঞ্জাব বা পঞ্জাবের(Punjab) বাইরের সকলেই ঘরে বসে পঞ্জাব স্টেট লটারির বাম্পার অফার উপভোগ করতে পারবেন। অনলাইনে টিকিট কাটলে আপনার ই-মেল আইডিতে পেয়ে যাবেন ট্র্যাকিং নম্বর। তারপর সেই ট্র্যাকিং নম্বরে ট্র্যাক করলেই আপনার লটারির প্রেজেন্ট স্টেটাসটা জেনে নিতে পারবেন।
প্রয়োজনে আপনি পঞ্জাব লটারি স্টেটের ফেসবুক পেজটিও(FaceBookPage) লাইক করে রাখতে পারেন। তাহলে লটারির সংক্রান্ত যাবতীয় অফার ও আপডেট সম্পর্কে ওয়াকিবহল থাকতে পারবেন। এদের একটি ইউটিউব চ্যানেলও(You Tube) আছে, ইচ্ছে হলে সেটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এগুলি মারফত অর্থাৎ ফেসবুক, ইউটিউব সহ গুগল পেজ, ওয়েবসাইট ও পঞ্জাব স্টেট লটারির (Punjab Sttate Lottery) ই-মেল আইডি থেকে লটারির রেজাল্ট জানা যায়। এক নজরে দেখে নেওয়া যাক লটারি জিতলে কি কি পুরস্কার অপেক্ষা করছে আপনার জন্য—
প্রথম পুরস্কার-২ কোটি টাকা
দ্বিতীয় পুরস্কার- ১ কোটি টাকা
তৃতীয় পুরস্কার-৯০০০ টাকা
চতুর্থ পুরস্কার-৭০০০ টাকা
পঞ্চম পুরস্কার-৫০০০ টাকা
ষষ্ঠ পুরস্কার-৩০০০ টাকা
;