সংক্ষিপ্ত

ঙ্ক জালিয়াতি, এটিএম জালয়াতির মত ঘটনার তালিকায় নয়া সংযোজন অনলাইনে কেওয়াইসি জালিয়াতির ঘটনা। কেওয়াইসি-কে হাতিয়ার করে প্রতারকরা গ্রাহকদের যে ঠাকাচ্ছেন সেই বিষয়ে সচেতন করেছে এসবিআই। মূলত অনলাইন ফ্রড থেকে গ্রাহকদের বাঁচানোর জন্যই ব্যাঙ্কের তরফে গাইডলাইনস জারি করা হয়েছে ৷ গ্রাহক স্বার্থে প্রতারকদের থেকে সাবধান করতে সোশ্যাল সাইট টুইটারে সতর্কবার্তা দিল এসবিআই। 
 

আজকাল ব্যাঙ্ক জালিয়াতির (Bank Fraud) ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। অনলাইন লেনদেনের ক্ষেত্রে প্রতারকদের হাত থেকে বাঁচতে কিছুদিন আগে সোশ্যাল সাইট টুইটারে গ্রাহকদের সতর্কবার্তা দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করল। স্টেট ব্যাঙ্ক (SBI) তার নিজস্ব টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকদের সতর্ক করল। ব্যাঙ্ক জালিয়াতি, এটিএম জালয়াতির মত ঘটনার তালিকায় নয়া সংযোজন অনলাইনে কেওয়াইসি (Online KYC) জালিয়াতির ঘটনা। কেওয়াইসি-কে হাতিয়ার করে প্রতারকরা গ্রাহকদের যে ঠাকাচ্ছেন সেই বিষয়ে সচেতন করেছে এসবিআই (SBI)। মূলত অনলাইন ফ্রড থেকে গ্রাহকদের বাঁচানোর জন্যই ব্যাঙ্কের তরফে গাইডলাইনস জারি করা হয়েছে ৷ গ্রাহক স্বার্থে প্রতারকদের থেকে সাবধান করতে সোশ্যাল সাইটে এসবিআই কী টুইটারি (Tweet) বার্তা দিল সেটা জেনে নেওয়া দরকার। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটারে টুইট করে জানান হয়েছে, এসএমএস এর মাধ্যমে কোনও গ্রাহকের কাছে কোনও লিঙ্ক এসে থাকলে তাহলে ভুলেও তাতে যেন ক্লিক না করা হয়। ভুল করে যদি সেই লিঙ্কে ক্লিক করে দেন তাহলে কিন্তু এক ক্লিকে এক নিমেষে গায়েব হয়ে যাবে আপনমার কষ্টের সঞ্চিত অর্থ। ব্যাঙ্ক এবং বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের তরফে প্রতিনিয়ত সতর্কতা বার্তা দেওয়া সত্ত্বেও গ্রাহকরা এই ফাঁদে পা দিয়ে থাকেন। তাই গ্রাহকদের কাছে বিষয়টি আরও ভালভাবে বোধগম্য করতে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজেদের টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছে। এসবিআই এর নামে কোনও মেসেজ বা ই-মেল আসলে সাবধান হয়ে যাওয়ার বার্তা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোনও রকম অজানা সোর্স থেকে আসা লিঙ্ক বা মেসেজে ভুলেও ক্লিক না করার পরামর্শ দিয়েছে এসবিআই। 

ফাঁদে ফেলতে প্রথমে গ্রাহকদের স্টেট ব্যাঙ্কের নথির মেয়াদকাল শেষ হয়ে গেছে বলবে প্রতারকরা। অপর প্রান্তের ফোনে থাকা ব্যক্তি আপনাকে জানাবে, এখনই যদি কেওয়াইসি আপডেট না করা হয় তাহলে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে গ্রাহকের অ্যাকাউন্ট। তারপরই আসবে আসবে সেই ফাঁদে পড়ার মেইল বা মেসেজ, যেখানে হ্যাকাররা ইমেলে বা এসএমএসে একটা লিঙ্ক শেয়ার করবে।  কোনও কারনে যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে ঘোর বিপদ ঘনিয়ে আসবে আপনার জীবনে। গচ্ছিত বা স়ঞ্চিত অর্থ পুরো গায়েব পর্যন্ত হয়ে যেতে পারে।