RRB আইসোলেটেড এবং মিনিস্ট্রিয়াল বিভাগে ৩১২টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা ল্যাব সহকারী, জুনিয়র ট্রান্সলেটর সহ একাধিক পদের জন্য ২৯ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। শুরুতেই মিলবে প্রায় ২০ হাজার টাকা বেতন। এবার নিয়োগ হবে আইসোলেটেড ক্যাটাগরি বিভাগে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। আবেদন করুন অনলাইনে। জেনে নিন বিস্তারিত।
শূন্যপদ
সদ্য ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে একাধিক পদে। আইসোলেটেড এবং মিনিস্ট্রিয়াল বিভাগে হবে নিয়োগ। মোট শূন্যপদ ৩১২টি। ল্যাব সহকারী গ্রেড-৩, কর্মী ও কল্যাণ পরিদর্শক, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, টপ অ্যান্ড ওয়েলফার ইন্সপেক্টর, সাইন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিডিউটর ইত্যাদি পদে হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা
৩১২টি পদে নিয়োগ করবে ভারতীয় রেল। আইসোলেটেড এবং মিনিস্ট্রিয়াল বিভাগে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট শাখায় স্নাতক হবে। যে কোনও স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন করতে পারেন।
বয়সের সীমা
আইসোলেটেড এবং মিনিস্ট্রিয়াল বিভাগে হবে নিয়োগ। একাধিক পদে নিয়োগ করবে ভারতীয় রেল। আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সের সীমা ১৮ বছর। আর সর্বোচ্চ সীমা ৪৩ বছর।
নিয়োগ পদ্ধতি
ল্যাব সহকারী গ্রেড-৩, কর্মী ও কল্যাণ পরিদর্শক, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি, টপ অ্যান্ড ওয়েলফার ইন্সপেক্টর, সাইন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিডিউটর ইত্যাদি পদে হবে নিয়োগ। প্রার্থীদের লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা বা টাইপিং পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ।
আবেদন পদ্ধতি
চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে RRB Ministerial and isolated recruitment 2026 লিঙ্কে ক্লিক করুন। তারপর নতুন সেখানে ফর্ম ফিলআপ করে ডকুমেন্ট আপলোড করে তা জমা দিন। এরপর দিতে হবে ফি। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের দিতে হবে ৪৫০ টাকা। অন্যান্য প্রার্থীদের দিতে হবে ২৫০ টাকা। আবেদনের শেষ দিন ২৯ জানুয়ারি। তাই এই কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন।


