সংক্ষিপ্ত
এ যেন চাকরির সুবর্ণ সুযোগ।
রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে (Airport Authority of India) কাজের সুবর্ণ সুযোগ। এই মর্মেই সম্প্রতি সংস্থার তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কড়া হয়েছে।
সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতায় সংস্থার পূর্বাঞ্চলীয় সদর দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। সেইজন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে আগ্রহীদের। যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
ইন্টিগ্রেটেড এয়ার ট্র্যাফিক সিমুলেটর বিল্ডিংয়ের এয়ার ট্র্যাফিক ম্যানেজমেন্ট বিভাগের জন্য এই নিয়োগ করা হলে বলে খবর। কর্মী নেওয়া হবে কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট পদের জন্য। মোট শূন্যপদ রয়েছে ৬টি।
তবে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বেড়ে সর্বাধিক তিন বছর পর্যন্ত হতে পারে। কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট পদে নিযুক্তদের বেতন হবে মাসে যথাক্রমে ৭৫,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা।
কনসালট্যান্ট এবং জুনিয়র কনসালট্যান্ট পদে আবেদনকারীদের অবশ্যই সংস্থার অবসরপ্রাপ্ত এয়ার ট্র্যাফিক কন্ট্রোল অফিসার হতে হবে। সেইসঙ্গে, পদের ভিত্তিতে পাঁচ অথবা দশ বছরের পেশাদারি অভিজ্ঞতারও প্রয়োজন রয়েছে। উভয় পদের জন্য প্রার্থীদের শারীরিক সক্ষমতারও প্রয়োজন রয়েছে। আগ্রহীদের সেইজন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি আবেদন করার শেষ দিন। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। এই বিষয়ে সবিস্তারে জানতে সংস্থার ওয়েবসাইটে চোখ রাখতে হবে।