সংক্ষিপ্ত

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাতারাতি কর্মসংস্থান পাবেন বাংলার হাজার হাজার ছেলে-মেয়ে, দারুণ খবর দিল ইনফোসিস

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সুখবর নিয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা ইনফোসিস (Infosys) । প্রায় ১৫ থেকে ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে এই সংস্থায়। এপ্রসঙ্গে ইনফোসিসের সিএফও জয়েশ সংঘরাজকা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, " বৃদ্ধি কীভাবে দেখছি তার উপরে ভিত্তি করে ১৫ থেকে ২০ হাজার ফ্রেশার নিয়োগ করা হবে। এটি অন ক্যাম্পস ও অফ ক্যাম্পাসের সংমিশ্রণ হবে। "

তবে একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রতি তিন মাসে ইনফোসিসের ১৯০৮ জন কর্মী কমেছে। চলতি শিক্ষাবর্ষেই প্রায় ১২ হাজার ফ্রেশারকে চাকরিতে দিতে চলেছে ইনফোসিস। যদিও ২০২৩-এর ৭৬ শতাংশ কম প্রার্থীদের চাকরি দেবে এই সংস্থা।

প্রসঙ্গত গত ১০ জুলাই নিউটাউনে নব নির্মিত হয়েছে এই সংস্থার একটি নতুন ভবন।

২০১৮ সালের অগাস্টে সফ্টওয়্যার উন্নয়ন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫২৫০০০ বর্গফুট সুবিধা নির্মাণের প্রথম পর্যায়ে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। প্রায় এক হাজার আইটি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে চাকরি পেতে পারে বাংলার হাজার হাজার চাকরিপ্রার্থীরা।