সংক্ষিপ্ত

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে। এছাড়াও আবেদন করা যাবে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি অথবা মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকলে।

চাকরির সুযোগ এনেছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। উচ্চশিক্ষা লাভ করে যারা চাকরির সন্ধান করছেন তাদের জন্য ফের একবার কাজের সুযোগ। চলুন আজকে আমরা জেনে নেব কোথায় নতুন করে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেনে রাখা ভালো সেই সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে SAI-র ওয়েবসাইটে। জানানো হয়েছে কর্মী নিয়োগ হবে ম্যানেজার পদে। চুক্তির ভিত্তিতে অ্যাথেলেট রিলেশন বিভাগে এই নিয়োগ করা হবে।

যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে। এছাড়াও আবেদন করা যাবে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি অথবা মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকলে। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। এই পদে মাসিক বেতন হিসেবে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা।

এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ও শর্তাবলী জানার জন্য ভিজিট করুন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ২টি। কাজের মেয়াদ আপাতত দুই বছর। তারপর প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি পেতে পারে মেয়াদ।

আবেদন করবেন কীভাবে :

এই পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর জন্য প্রার্থীকে প্রথমে যেতে হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে (Sports Authority of India)। ওয়েবসাইট খুললে ‘হোমপেজ’ থেকে যেতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। সেখানে যে তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৭ জুলাই, ২০২৪।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।