সংক্ষিপ্ত
৩রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে শেষ হচ্ছে ১৮ই মার্চ। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর একটা ১৫ মিনিটে। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনার জন্য বেশ কিছু নির্দেশিকা প্রকাশ করেছে সংসদ।
পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়লে বা টোকাটুকি করে ধরা পড়লে ওই পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নির্দেশিকা সংসদের । শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য আরও কিছু কড়া নির্দেশ দিয়েছে সংসদ। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক ঘরে প্রতি ২৫ জন পরীক্ষার্থী জন্য একজন করে পর্যবেক্ষক রাখতে হবে।
কোন ঘরে পরীক্ষার্থীর সংখ্যা ৫০ জনের বেশি হলে সেখানে পর্যবেক্ষকের সংখ্যা হবে ৩জন। ৩রা মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে শেষ হচ্ছে ১৮ই মার্চ। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর একটা ১৫ মিনিটে। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছভাবে পরিচালনার জন্য বেশ কিছু নির্দেশিকা প্রকাশ করেছে সংসদ। নির্দেশিকায় বলা হয়েছে স্কুলগুলোতে ছোট ছোট প্যাকেটে প্রশ্নপত্র পাঠাবে সংসদ। কোনভাবেই প্রধান শিক্ষক বা ভেনু সুপারভাইজারের ঘরে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে পারবে না। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের সামনে খুলতে হবে প্রশ্নপত্রের প্যাকেট ।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবে ভেনু সুপারভাইজারদের ওপর।তাই পরীক্ষার দিন সকাল ৭ টা ৪৫ মিনিটের মধ্যে তাদের পৌঁছে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। পর্যবেক্ষকদের সেদিন অবশ্যই সকাল ৮:৪৫ মিনিটের মধ্যে পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে । কারণ, আগে থেকেই তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট ক্যালকুলেটর ছাড়া মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। কেউ মোবাইল নিয়ে বা টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লে বিপদে পড়বেন । তার সেই বছরের পরীক্ষা বাতিল করা হবে।
উল্লেখ্য, সিবিএসই ইতিমধ্যেই নির্দেশিকায় জানিয়েছে, কোন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তিনি ওই বছর এবং পরের বছর পরীক্ষা দিতে পারবেন না। সিবিএসই-র পর এবার কড়া পদক্ষেপ করল সংসদ । তাদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, পুলিশ কর্মীদের পৌঁছে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছানোর আগেই । পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকবে কড়াকড়ি। কাছাকাছি ফটোকপির কোন দোকান খোলা যাবে না।মাইক বাজানো যাবে না।