- Home
- Business News
- Other Business
- আকাশ ছোঁয়া সোনার দাম, রুপোর দাম ১ লক্ষ টাকার বেশি- গয়নার কিনতে হিমশিম খাচ্ছে
আকাশ ছোঁয়া সোনার দাম, রুপোর দাম ১ লক্ষ টাকার বেশি- গয়নার কিনতে হিমশিম খাচ্ছে
কয়েক মাস ধরেই সোনার দাম চড়ছে। আকাশ ছোঁয়া সোনার দাম। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। যা শনিবারও অব্যাহত রয়েছে।

আকাশ ছোঁয়া সোনার দাম
কয়েক মাস ধরেই সোনার দাম চড়ছে। আকাশ ছোঁয়া সোনার দাম। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। যা শনিবারও অব্যাহত রয়েছে।
সোনার সঙ্গে পাল্লা রুপো
সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। কয়েক মাস ধরেই অধরা রয়েছে সোনা। এবার তেমনই অবস্থা রুপোর ক্ষেত্রেও।
গয়না কিনতে সমস্যা
সোনা আর রুপোর এই মূল্যবৃদ্ধিতে গয়না কিনতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে মধ্যবিত্তদের। বিয়ের মরশুম। কোনও রকমেই কাজ চালাতে হচ্ছে মধ্যবিত্তদের।
পাকা সোনার বার
শনিবার ২৪ ক্যারাট ১০ গ্রাম পাকা সোনার বারের দাম ৮৬ হাজার ৩০০ টাকা।
পাকা সোনা
১০ গ্রাম পাকা সোনার বারের দাম ৮৬ হাজার ৭৫০ টাকা।
হলমার্কযুক্ত গয়না সোনা
২২ ক্যারাট হলমার্ক যুক্ত গয়না সোনার দাম ৮২ হাজার ৪৫০ টাকা।
রুপোর দাম
প্রতি কেজি রুপোর দাম ৯৮ হাজার ৫০ টাক।
গয়না কিনতে আরও দাম
যদিও সোনার দাম থেকে ভাববেন না যেন এই দামেই গয়না কিনতে পারবেন। কারণ গয়না কিনতে গেলে দিতে হবে মজুরি। পাশাপাশি জিএসটি ৩ শতাংশ দিতে হবে।
কলকাতায় গয়না কিনতে খরচ
কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম জিএসটি যোগ করে হচ্ছে ৮৯ হাজার ৪৫০ টাকা। ২২ ক্যারাটের গয়না সোনার দাম কেবলমাত্র করযোগ করলে ৮৫ হাজারে পৌঁছে যাচ্ছে। মেকিং চার্জ যোগ হলে এই দাম আরও কিছুটা বাড়বে। কর যোগ করলে রুপোর দাম হয়েছে প্রায় ১ লক্ষ ১ হাজার টাকা।
মাত্র ১০ গ্রামের গয়না
১ লক্ষ ১ হাজার টাকায় মাত্র ১০ গ্রাম সোনার গয়নাই হবে। অর্থাৎ এক লক্ষ টাকা খরচ করে হালকা সোনার গয়নাতেই সন্তুষ্ট হতে হবে ক্রেতকে।