সংক্ষিপ্ত

দিল্লি পুলিশে বাংলা ভাষী অফিসারদের নিয়োগ দেওয়া হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে। বাংলাদেশের অশান্তির কারণে অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রকাশ্যে এল নিয়োগের খবর। বছর শুরুতে বিপুল নিয়োগ হবে পুলিশে। দিল্লি পুলিশে হবে নিয়োগ। বাংলা বলতে পারলেই মিলবে চাকরি। এমনই সুযোগ মিলতে চলেছে প্রার্থীদের। দিল্লি পুলিশে ফের সক্রিয় হচ্ছে বাংলাদেশি সেল। অনুপ্রবেশকারীদের পাকড়াও করতে এই নয়া পন্থা বেছে নেওয়া হয়েছে বলে খবর।

ক্রমে বাংলাদেশের অশান্তি বেড়ে চলেছে। সে কারণে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমে বেড়ে যাচ্ছে। এই সকল অনুপ্রবেশকারীদের পাকড়াও করতে সক্রিয় হচ্ছে পুলিশ।

ইতিমধ্যে অভিযান চালিয়ে পুলিশ একাধিক অনুপ্রবেশকারীদের পাকড়াও করেছে। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্র সহ নানান রাজ্যে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। রাজধানী দিল্লিতে মদের সংখ্যা বাড়ে চলেছে।

যেহেতু অনুপ্রবেশকারীদের পাকড়াও করতে নিয়োগ করা হচ্ছে পুলিশ। সে কারণে বাংলা জানা বাধ্যতামূলক। বাংলা বুঝতে না পারলে এই ধরনের অভিযানে সমস্যা হতে পারে।

সূত্রের খবর, দিল্লি পুলিশের বাংলাদেশ সেলে ৫ থেকে ১০ জন করে বাংলা জানা অফিসার নিয়োগ করা হবে। দিল্লির প্রত্যেক পুলিশ জেলাতেই এই সেল সক্রিয় থাকবে। শুধু মাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাকড়াও করতে সক্রিয় হচ্ছে এই সেলের পুলিশ।

গত ২০ বছর ধরে এমন একটি সেল চালু ছিল। তবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা কম থাকায় এই সেল ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদল হয়েছে। বাংলাদেশের অশান্তির কারণে এই দেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমে বাড়ছে। তাদের পাকড়াও করতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তাই আপনি যদি পুলিশের চাকরিতে আগ্রহী হন। তাহলে দেরি না করে আবেদন করুন।

বর্তমানে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ধরতে গিয়ে টার্গেট করা হচ্ছে বাঙালি পরিবারগুলোকে। এই সমস্যা সমাধানে বাংলা জানা পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি পুলিশে হবে নিয়োগ। বাংলা বলতে পারলেই মিলবে পুলিশের চাকরি। দিল্লি পুলিশ বাংলা জানা অফিসার নিয়োগ করবে বলে খবর। তাই দেরি না করে আবেদন করুন।