সংক্ষিপ্ত

কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।

দুর্দান্ত খবর চাকরিপ্রার্থীদের জন্য। সম্প্রতি নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এই চাকরির খবর এবার রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি ঝাড়গ্রাম এসডিও অফিসের তরফ থেকে আশা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে যোগ্য মহিলা প্রার্থীরা সঠিক যোগ্যতা নিয়ে আবেদন করতে পারবে।

ঝাড়গ্রাম এসডিও অফিস আশাকর্মীর নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।

অফিসিয়াল ওয়েবসাইট

এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল wbhealth.gov.in

শূন্যপদের সংখ্যা

ঝাড়গ্রাম এসডিও অফিস এর বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে উল্লিখিত আশাকর্মী পদে শূন্যপদের সংখ্যা ৪ টি।

বেতন

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এই পদে নির্বাচিত হলে প্রার্থীদের প্রতি মাসে ৫২০০ টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

আশা কর্মী পদে আবেদন করতে হলে আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বয়সসীমা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে আশাকর্মী পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাওয়া যাবে।

আশাকর্মী পদের নিয়োগ পদ্ধতি

এখানে চাকরিপ্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আশাকর্মী পদের জন্য আবেদনের পদ্ধতি

আশাকর্মী পদে আবেদনের জন্য অনলাইন নয়, সম্পূর্ণটাই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। এবং ডাউনলোডেড ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট আউট করতে হবে। তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা করতে হবে।

প্রয়োজনীয় তথ্য সামগ্রী

উল্লেখিত এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, জন্ম শংসাপত্র, আধার বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র, অ্যাডমিট কার্ড দরকার।

আবেদন করার সময়সূচি

আশাকর্মী পদে আবেদনপত্র জমা করার জন্য সংস্থার পক্ষ থেকে শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর, ২০২৪।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।