Job News: ঐতিহাসিক বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। এবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিভাগে মিলবে কাজের সুযোগ। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই মর্মে বিশদ তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিশ্ব বিদ্যালয়। জানা গিয়েছে, বেনারস হিন্দু বিশ্ব বিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে মিলবে কাজের সুযোগ।

কারা আবেদন জানাতে পারবেন?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে, এই শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১১ মাসের চুক্তির ভিত্তিতে পদার্থবিদ্যা বিভাগে গবেষণায় কাজের সুযোগ মিলবে। তবে পরে অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও আবেদনকারীদের প্রতিমাসে ৩৭ হাজার টাকা করে ভাতা বা ফেলোশিপ দেওয়া হবে। উক্ত পোস্টের জন্য আবেদনকারীদের পর্দার্থবিদ্যায় পোস্ট গ্রাজুয়েট এবং ৫৫ শতাংশ নম্বর থাকা চাই। তবেই মিলবে আবেদনের সুযোগ।

শুধু তাই নয়, আগ্রহী প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

আবেদন পদ্ধতি?

সংশ্লিষ্ট পোস্টে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে ক্লিক করে যাবতীয় ডকুমেন্টস সহ আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিতে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, এনটিপিসি-তে কলকাতা শাখায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। কর্মী নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে নিয়োগ হবে অ্যাসোসিয়েট পদে। অবসরপ্রাপ্তরাও চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। 

অ্যাসোসিয়েট পদে একটি বিভাগের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কর্মস্খল হবে কলকাতাতেই। এছাড়াও সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য নিযুক্তদের কাজের মেয়াদ হবে একবছর। তবে মোট কত শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে আগ্রহী প্রার্থীদের কলকাতা শাখায় সি অ্যান্ড এম টি অ্যান্ড সি সি বিভাগে কাজের দায়িত্বে থাকতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।