Madhyamik Result 2025: মাধ্যমিকের রেজাল্ট দেখবেন কোথায় এবং কীভাবে? বিরাট আপডেট
Madhyamik Result 2025: আগামী ২ মে শুক্রবার, প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি
আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি।
পরীক্ষা (exam) শেষ হওয়ার ৬৯ দিনের মাথায়, ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ
২ মে ঘোষনা করা হবে ফলাফল (Madhyamik Result 2025)।
পর্ষদের তরফ থেকে সকাল ৯টায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে
এরপর সকাল ৯.৪৫ মিনিট থেকে পর্ষদের নিজস্ব ওয়েবসাইট এবং বেশ কিছু মোবাইল অ্যাপ্লিকেশনেের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা (madhyamik result 2025 date)।
তারপরের পদ্ধতি কী?
পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস (results 2025 news) থেকে স্কুলগুলিকে সকাল ১০টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা শুরু হবে।
কোন কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট?
২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইট থেকে দেখতে পারবেন মাধ্যমিকের ফলাফল।
উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভূক্ত করেছিলেন ৯,৮৪,৮৯৪ জন।
যা গত বছরের তুলনায় ৬২ হাজারেরও বেশি।
রাজ্য জুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষা নেওয়া হয়
এবার গোটা পরীক্ষায় কাস্টডিয়ান ছিলেন মোট ৪২৩ জন (madhyamik result 2025 website link)।
পরীক্ষা শুরুর সময় ছিল সকাল ১১টা
পরীক্ষা শেষের সময় ছিল হয় দুপুর ২টো।
ছিল কড়া নজরদারি
মোবাইল বা ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ ছিল পুরোপুরি নিষিদ্ধ (2025 madhyamik result date and time)।
আর এবার ফলপ্রকাশ
আগামী ২ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
