বর্তমান চাকরির বাজারে রয়েছে একাধিক অপশন (Option)। রোজগার (Income) করতে গেলেই যে রোজ অফিস গিয়ে ৯ ঘন্টা আটকে থাকতে হবে এমন নয়। স্বাধীন ভাবেও চাকরি করা সম্ভব। বর্তমানে ওয়ার্ক ফ্রম (Work from Home) পন্থা বেশ ভালো ভাবে গৃহীত হয়েছে ভারতে। আজকাল অনেকেই বাড়ি বসে, নিজের সময় মতো কাজ করছেন। এই পন্থায় ভালো মতো রোজগারও করছে। বর্তমানে বেশ খ্যাতি পেয়েছে ফ্রিল্যান্সিং-এর পথ। এতে আপনি কাজের জন্য যতটা সময় দিতে পারবেন, তেমন রোজগার (Income) হবে। যে মাসে বেশি সময় দেবেন সে মাসে রোজগার বেশি। বহু মহিলারা এই পদ্ধতিকে আপন করেছেন। এতে সংসার সামলে কাজ করা সম্ভব। আবার স্থায়ী চাকরিতে আয় বেশি। জেনে নিন কোন ধরনের কাজ আপনার জন্য সেরা।