রেল বিকাশ নিগম লিমিটেডে বিভিন্ন পদে মোট ১২ টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

এবার সরকারী চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে কেন্দ্রীয় সংস্থায়। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। নিয়োগ হবে রেল বিকাশ নিগম লিমিটেড-এ। ইতিমধ্যে রেল মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত, সংস্থার একটি বিভাগে বিভিন্ন পদে হবে কর্মী নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

শূন্যপদ-

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, রেল বিকাশ নিদম লিমিটেডের সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের জন্য নিয়োগ করা হবে। সেক্ষেত্রে ডেপুটি জেনারেল ম্যানেজার পদ থেকে শুরু করে ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শূন্যপদ আছে মোট ১২টি।

বয়সের সীমা-

ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এর পাশাপাশি ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে আবেদনকারীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। এর পাশাপাশি ম্যামেজার এবং ডেপুটি ম্যানেজার পদে আবেদন করতে হলে বয়সে সীমা আছে ৪০ এবং ৩৫ বছরের মধ্যে। তবে, সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় রয়েছে।

কর্মস্থান- 

জানা দিয়েছে, দেশের যে কোনও রেল বিকাশ নিগম লিমিটেডেক কার্যালয়ে পোস্টিং হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা- 

প্রতিটি পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক পৃথক মাপকাছি আছে। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

বেতন- 

ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিযুক্তদের বেতন হবে মাসিক ৭০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। সঙ্গে মিলবে ভাতা। ম্যানেজার পদে নিযুক্তদের বেতনের পরিমাণ হবে ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার। ডেপুটি ম্যানেজার পদে নিযুক্তদের বেতনের পরিমাণ হবে ৪০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা।

কীভাবে করবেন আবেদন-

সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে বিস্তারিত জানতে পারবেন। আবেদনের ফরম্যাট সম্পর্কে সেখানে উল্লেখ করা আছে। ১৩ অগস্টের মধ্যে আবেদন করুন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। তাই দেরি না করে আবেদন করুন আজই।