সংক্ষিপ্ত
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ বা আইআইএসইআর-র কলকাতা শাখায় লোক নেওয়া হবে। স্নাতকরা সংশ্লিষ্ট সংস্থায় চাকরির আবেদন করতে পারেন।
পুজোর আগেই চাকরি প্রার্থীদের জন্য এল বিশাল সুখবর। এবার স্নাতক হলেই মিলবে চাকরি তাও প্রতিষ্ঠিত সংস্থায়। জানা গিয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ বা আইআইএসইআর-র কলকাতা শাখায় লোক নেওয়া হবে। স্নাতকরা সংশ্লিষ্ট সংস্থায় চাকরির আবেদন করতে পারেন।
যোগ্যতা ও শূন্যপদ
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ বা আইআইএসইআর-এ সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রতিষ্ঠানের বায়োলজিক্যাল সায়েন্স বিভাগে কর্মী নিয়োগ হবে। অ্যানম্যাল সায়েন্স বিষয় এবং মাউস অ্যানাটমি নিয়ে কাজ করার দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। কারণ বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগে ইঁদুর নিয়ে গবেষণা হবে। মাত্র একটি পদে হবে নিয়োগ।
বয়সের সীমা
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ- এ সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে নির্দিষ্ট বয়সের সীমা থাকতে হবে। আপনার বয়স ৫০ বছরের মধ্যে হলেই আপনি আবেদন করতে পারবেন।
বেতন
সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কাজ করলে প্রতি মাসে পারিশ্রমিক হবে ১৮ হাজার টাকা। এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ হবে। তেমনই তা দু বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
সায়েন্টিফিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন অনলাইনে। দেরি না করে আপনার বায়োডাটা কোম্পানিকে মেল করুন। সেখানে থেকে নির্বাচন করা হবে প্রার্থীদের। তারপর ইন্টারভিউ দ্বারা নিয়োগ হবে। বিস্তারিত জানতে সংস্থার ওয়েব সাইটে দেখে নিন। সেখানে প্রকাশিত বিজ্ঞাপনে সকল তথ্য মিলবে। তাই এই সংস্থায় কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করে ফেলুন।