ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ তিন বছরের চুক্তিভিত্তিক এবং পরবর্তীতে তা নবায়নযোগ্য।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-তে। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাঙ্কের তরফে এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ব্যাঙ্কের বিভিন্ন পদে আবেদব করতে হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারেন। শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি।

কাজের মেয়ার

আপাতত তিন বছরের জন্য হবে নিয়োগ। সমস্ত পদে নিযুক্তদের কাজের মেয়াদ একই। পরে চুক্তির ওপর ভিত্তি করে কাজের মেয়াদ বাড়বে। নিযুক্তদের নয়াদিল্লিতে হবে পোস্টিং। ব্যাঙ্কের প্রয়োজনে বিভিন্ন অঞ্চলে স্থানান্তরিত করা হতে পারে।

বয়সের সীমা

এই সকল পদে আবেদনের জন্য বয়সের নির্দিষ্ট সীমা আছে। বয়ঃসীমা ৩৫ থেকে ৫৫ অথবা ৩৮ থেকে ৫৫ বছর করা হয়েছে। সংরক্ষিতদের জন্য আছে ছাড়। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। 

বেতন

নিয়োগ হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-তে। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগের অধীনস্থ এই ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পারিশ্রমিক হবে ৩,১৬,৬২৭ টাকা থেকে শুরু করে ৪,৩৬,২৭১ টাকা।

যোগ্যতা

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-তে আবেদনের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবেয এইচআর-এ এমবিএ রয়েছে এমন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। তবে, আপনি স্নাতক হয়ে থাকলে আবেদন করতে পারেন। আবেদনকারীদের ন্যূনতম ১৮ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বাকি পদগুলোর জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আবেদন পদ্ধতি

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-তে আবেদন করতে হলে সবার আগে এই ব্যাঙ্কের ওয়েবসাইটে যান। সেখানে সমস্ত নথি সহ আবেদন করুন। তেমনই সংরক্ষিত ও অসংরক্ষিতদের জন্য আছে ছাড়। ফর্ম বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে। ১৫০ টাকা লাগবে তপশিলি জাতি উপজাতিদের জন্য। এই সংস্থায় চাকরির জন্য আবেদনের নির্দিষ্ট শর্তাবলি আছে। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন সবার আগে।