রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মেডিক্যাল কনসালট্যান্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১৮ই অগস্ট পর্যন্ত।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্কিং সেক্টরে। এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। সদ্য RBI-র ওয়েবসাইট প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। ব্যাঙ্কের জন্য মেডিক্যাল কনসালট্যান্ট নেওয়া হবে।
শূন্যপদ
মেডিক্যাল কনসালট্যান্ট নেবে আরবিআই। চুক্তি ভিত্তিক হবে নিয়োগ। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে কাজের প্রয়োজন অনুসারে বাড়বে মেয়াদ। ঘন্টা প্রতি ১ হাজার চাকা করে পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তদের।
যোগ্যতা
মেডিক্যাল কনসালট্যান্ট নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তাহলে আবেদন করতে পারেন। এরই সঙ্গে ২ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন পদ্ধতি
মেডিক্যাল কনসালট্যান্ট নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুসারে, পদে আবেদন করতে হলে প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এই পদের জন্য আবেদন করতে পারেন অনলাইনে। সবার আগে রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে যান। এবার হোম পেজ থেকে বিজ্ঞপ্তি-টি দেখে নিন। সেখান বিস্তারিত জানতে পারবেন কীভাবে আবেদন করবেন। সেই অনুসারে আবেদন করে নিন। এই পদে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তাবলীর কথা উল্লেখ করা আছে। তাই আগে বিস্তারিত জেনে নিন। তারপর আবেদন করুন। অনলাইনে করতে পারবেন আবেদন। জমা দিতে হবে সকল গুরুত্বপূর্ণ নথি। তেমনই আবেদনের শেষ দিন ১৮ অগস্ট। তাই এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করে নিন। অনলাইনে করুন আবেদন। আবেদন পত্র জমা পড়ার পর পরীক্ষার দ্বারা বাছাই করে প্রার্থী নির্বাচন করা হবে।


