পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস পদে কর্মী নিয়োগ করবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন ২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত।
সদ্য প্রকাশ্যে এসেছে চাকরি সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। বর্তমানে সরকারি চাকরির জন্য কঠিন পরিশ্রম করে চলেছেন ছাত্রছাত্রীরা। তা সত্ত্বেও মিলছে না চাকরি। সরকারি চাকরি পাওয়া দিনে দিনে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবার সুখবর এল চাকরি প্রার্থীদের জন্য। গ্র্যাজুয়েশন পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন। কর্মী নিয়োগ হবে অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস পদে।
নিয়োগ
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC-র তরফ থেকে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনারা জানতে পারবেন অনলাইনে। বিস্তারিত জানতে উক্ত ওয়েব সাইটে দেখুন। জানা গিয়েছে, অডিটর এবং অ্যাকাউন্ট সার্ভিস অফিসার পদে হবে নিয়োগ। নিয়োগ করবে West Bengal Public Service Commission।
বয়সের সীমা
নিয়োগ করবে West Bengal Public Service Commission। অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস পদে হবে নিয়োগ। ৬৪ বছরের মধ্যে আপনার বয়স হল আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস পদে নিয়োগ হবে। প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ১৬ অনুসারে ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শূন্যপদ
অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস পদে হবে নিয়োগ। নিয়োগ করবে West Bengal Public Service Commission। মোট ২৫টি শূন্যপদ আছে।
আবেদন পদ্ধতি
West Bengal Public Service Commission-র পক্ষ থেকে হবে নিয়োগ। আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। West Bengal Public Service Commission-র ওয়েব সাইটে বিস্তারিত জানতে পারবেন। এই সাইটে গিয়ে রেজিস্টার করুন। লগ ইন করে নিতে হবে সবার আগে। সেখানে গিয়ে আপনি নোটিস দেখতে পারেন। সেই অনুসারে আবেদন করুন। আবেদন করতে পারবেন ২৭ ফেব্রুয়ারি থেকে। ১৩ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। বিস্তারিত সকল তথ্য মিলবে উক্ত সাইটেই। তাই এই পদে চাকরিতে ইচ্ছুক হবে দেরি না করে আবেদন করুন।
