সংক্ষিপ্ত
আগ্রহীরা সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
শতাব্দী কর, প্রতিবেদক- তরুন-তরুনীদের জন্য দারুণ সুখবর! সেন্ট্রাল কোল্ডফিল্ডের অধীনে কাজের সুযোগ। প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেড (Central Coalfields Limited)। ৫ ডিসেম্বর শেষ হচ্ছে আবেদনের তারিখ। সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
Central Coalfields Limited Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
বিজ্ঞপ্তি সূত্র জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Central Coalfields Limited Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: সেন্ট্রাল কোল্ডফিল্ডস লিমিটেড (Central Coalfields Limited)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ৫৩৯টি
শূন্যপদের বিবরণ:
ইলেকট্রিশিয়ান: ১৯০টি পদ
ফিটার: ১৫০টি পদ
মেকানিক রিপেয়ার: ৫০টি পদ
সিওপিএ: ২০টি পদ
মেকানিস্ট: ১০টি পদ
টার্ণার: ১০টি পদ
ইলেকট্রনিক মেকানিক্স: ১০টি পদ
প্লাম্বার: ৭টি পদ
ফটোগ্রাফার: ৩টি পদ
ফ্লরিস্ট এবং ল্যান্ডস্কেপার: ৫টি পদ
বুক বাইন্ডার: ২টি পদ
কার্পেন্টার: ২টি পদ
ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: ২টি পদ
ফুড প্রোডাকশন: ১টি পদ
ফার্নিচার এবং ক্যাবিনেট মেকার: ২টি পদ
গার্ডেনার: ১০টি পদ
হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ
ওল্ড এজ কেয়ার টেকার: ২টি পদ
পেইন্টার (জেনারেল): ২টি পদ
রিসেপশনিস্ট: ২টি পদ
স্টিউয়ার্ড: ৬টি পদ
টেইলর: ২টি পদ
আপহোলস্টেরার: ১টি পদ
সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ
সির্ডার: ১০টি পদ
অ্যাকাউন্টেন্ট: ৩০টি পদ
Central Coalfields Limited Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের ম্যাট্রিকুলেশন উত্তীর্ণ হতে হবে, তারসঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস একজিকিউটিভ পদে আবেদনের জন্য ব্যাঙ্কিং/ ফিনান্সিয়াল সার্ভিস/ বি.কম/ স্নাতকোত্তর স্তরে PMKVY সার্টিফিকেট থাকতে হবে।
Central Coalfields Limited Recruitment 2021: বয়সসীমা
২০ নভেম্বর, ২০২১ তারিখ অনুসারে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও উপজাতি তালিকাভুক্ত প্রার্থীদের বয়সের ঊর্দ্ধসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে। ওবিসি (NCL) তালিকাভুক্ত প্রার্থীরা বয়সের ঊর্দ্ধসীমায় ৩ বছরের ছাড় পাবেন।
Central Coalfields Limited Recruitment 2021: স্টাইপেন
অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের পর প্রার্থীদের মাসিক ৭,০০০ টাকা স্টাইপেন দেওয়া হবে।।
Central Coalfields Limited Recruitment 2021: কীভাবে আবেদন করতে হবে?
প্রার্থীরা নিম্নে প্রদত্ত এই পদক্ষেপগুলি অবলম্বন করে আবেদন করতে পারেন
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে। সম্পূর্ণ আবেদনপত্রটি প্রয়োজনীয় ও সঠিক তথ্য সহ পূরণ করতে হবে। এরপর প্রার্থীদের আবেদন ফি সহ আবেদনপত্রটি জমা করতে হবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হলে প্রার্থীরা জমা দেওয়া আবেদনপত্রের প্রমাণ স্বরূপ এক কপি সংরক্ষণ করে রাখতে পারেন
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://www.centralcoalfields.in/pdfs/notce/2021-2022/20_11_2021_apprenticetrg_notification_551.pdf ব্যবহার করে আবেদন করতে পারেন।
আরও পড়ুন- অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
আরও পড়ুন- এবারে বাড়িতে বসেই আইআইটি জেইই পরীক্ষার প্রস্তুতি, কীভাবে? সম্পূর্ণ বিবরণ
আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন