সংক্ষিপ্ত
আগ্রহীরা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট dsssb.delhi.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর! মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (Delhi Subordinate Services Selection Board)। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জুনিয়ার ইঞ্জিনিয়ার (Junior Engineer) এবং সেকশন অফিসার (Section Officer) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট dsssb.delhi.gov.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
Delhi Subordinate Services Selection Board Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে ১০ জানুয়ারি থেকে। ইচ্ছুক প্রার্থীদের ৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Delhi Subordinate Services Selection Board Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (Delhi Subordinate Services Selection Board)
পদের নাম: জুনিয়ার ইঞ্জিনিয়ার, সেকশন অফিসার
শূন্যপদের সংখ্যা: ৫৭৫টি
Delhi Subordinate Services Selection Board Recruitment 2022: আবেদনের যোগ্যতা
১. নর্থ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা উত্তীর্ণ। ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- ১৮ থেকে ২৭ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ৮৮টি
২. সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা উত্তীর্ণ। ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- ১৮ থেকে ২৭ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ৪৮টি
৩. ইস্ট দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা উত্তীর্ণ। ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- ১৮ থেকে ২৭ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ১২৩টি
৪. দিল্লি এগ্রকালচারাল মার্কেটিং বোর্ড- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিপ্লোমা উত্তীর্ণ। বিল্ডিং বা কনস্ট্রাকশনে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- ১৮ থেকে ২৭ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ৯টি
৫. দিল্লি জল বোর্ড- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা উত্তীর্ণ। প্ল্যানিং, এক্সেকিউশন ও মেন্টেনেন্সে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- ১৮ থেকে ৩০ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ৯৮টি
৬. দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ড- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা উত্তীর্ণ। ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- ১৮ থেকে ২৭ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ৭৫টি
৭. দিল্লি ট্রান্সকো লিমিটেড- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা উত্তীর্ণ। ২ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- ১৮ থেকে ২৮ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ১৯টি
৮. দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমায় ৫০% নম্বর সহ উত্তীর্ণ।
বয়স- ১৮ থেকে ৩০ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ৫২টি
৯. ইরিগ্রেশন এবং ফ্লাড কন্ট্রোল- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিপ্লোমায় ৫০% নম্বর সহ উত্তীর্ণ।
বয়স- ১৮ থেকে ২৭ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ৫৯টি
১০. দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন- সিভিল ইঞ্জিনিয়ারংয়ে ডিপ্লোমায় ৫০% নম্বর সহ ১ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স- ১৮ থেকে ৩৫ বছর
বেতন- মাসিক ৯৩০০-৩৪৮০০ টাকা
শূন্যপদ- ৪টি
সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ঊর্দ্ধসীমায় ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: West Bengal Asha Karmi Recruitment 2022- ৬২৬ পদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কীভাবে আবেদন করবেন?
Delhi Subordinate Services Selection Board Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
দুটি টায়ারে পরীক্ষা হবে। প্রথম টায়ারে ২ ঘণ্টায় ২০০ নম্বরের পরীক্ষা হবে। দ্বিতীয় টায়ারে ২.৫ ঘণ্টায় ২০০ নম্বরে ১৫০টি প্রশ্ন থাকবে।