সংক্ষিপ্ত

আগ্রহীরা কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.nic.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর! মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করল এমপ্লইজ স্টেট ইনসরেন্স কর্পোরেশন (Employees' State Insurance Corporation)। এমপ্লইজ স্টেট ইনসরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গে আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk) এবং স্টেনোগ্রাফার (Stenographer) সহ অন্যান্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.nic.in/ থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
Employees' State Insurance Corporation Recruitment 2021: আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। ইচ্ছুক প্রার্থীদের ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের রাত ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা অনলাইনেই আবেদন করতে পারবেন। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
Employees' State Insurance Corporation Recruitment 2021: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: এমপ্লইজ স্টেট ইনসরেন্স কর্পোরেশন (Employees' State Insurance Corporation)
পদের নাম: আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার 
শূন্যপদের সংখ্যা: ৩২০টি

Employees' State Insurance Corporation Recruitment 2021: আবেদনের যোগ্যতা

•    আপার ডিভিশন ক্লার্ক- যে কোনও শাখায় ডিগ্রি ও কম্পিউটারে দক্ষতা থাকলে তারা আবেদনের যোগ্য। 
বেতনক্রম- মাসিক ২৫৫০০-৮১১০০ টাকা
শূন্যপদ- ১১৩টি
জেনারেল ক্যাটাগরি- ৫৭টি পদ
তফসিলি জাতি- ২৫টি পদ
তফসিলি উপজাতি- ৫টি পদ
ওবিসি- ১৫টি পদ
ইডব্লুএস- ১১টি পদ
প্রতিবন্ধী- ১২টি পদ
প্রাক্তন চাকরিজীবী- ১১টি পদ

•    স্টেনোগ্রাফার- উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ও কম্পিউটারে টাইপ করার দক্ষতা
বয়সসীমা- ১৮ থেকে ২৭ বছর
বেতনক্রম- ২৫৫০০- ৮১১০০ টাকা
শূন্যপদ- ৪টি
জেনারেল ক্যাটাগরি- ২টি পদ
তফসিলি জাতি- ১টি পদ
তফসিলি উপজাতি- ১টি পদ
প্রতিবন্ধী- ১টি পদ
প্রাক্তন চাকরিজীবী- ১টি পদ

•    এম.টি.এস- মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবেন। 
বয়সসীমা- ১৮ থেকে ২৫ বছর
বেতনক্রম- ১৮০০০- ৫৬৯০০ টাকা

আরও পড়ুন: West Bengal Asha Karmi Recruitment 2022- ৬২৬ পদে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! কীভাবে আবেদন করবেন?

আরও পড়ুন: CISF Head Constable Recruitment 2022- কেদ্রীয় সরকারের হেড কনস্টেবল পদে মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ

Employees' State Insurance Corporation Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
স্টেনোগ্রাফার- ২ ঘণ্টা ১০ মিনিটের লিখিত পরীক্ষা হবে। মোট মান হবে ২০০। 
আপার ডিভিশন ও এম.টি.এস পদের ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় ১ ঘণ্টায় ২০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকবে। মেইন পরীক্ষায় ২ ঘণ্টায় ২০০ নম্বরের ২০০টি প্রশ্নপত্র থাকবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে।