সংক্ষিপ্ত

আগ্রহীরা ওয়েবসাইট www.ipr.res.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে।

বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এনএমডিসি লিমিটেড (NMDC Limited)। এনএমডিসি লিমিটেডের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট www.ipr.res.in থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

NMDC Limited Recruitment 2022: আবেদনের তারিখ

বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের ১৭ জানুয়ারি, ২০২২ তারিখের ১১টা বেজে ৫৯ মিনিটের মধ্যেই আবেদনপত্র জমা করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।

NMDC Limited Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: এনএমডিসি লিমিটেড (NMDC Limited)

পদের নাম: অ্যাপ্রেন্টিস

শূন্যপদের সংখ্যা: ৫৯টি

শূন্যপদের বিবরণ-

ট্রেড অ্যাপ্রেন্টিস- আইটিআই থেকে কম্পিউটার অপারেটর হিসেবে ট্রেড সার্টিফিকেট প্রাপ্তরা আবেদনের যোগ্য।

শূন্যপদ- ৩০

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মাইনিং ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স প্রাপ্তরা আবেদনের যোগ্য।

শূন্যপদ-

মেকানিক্যাল- ৬টি পদ

ইলেকট্রিক্যাল- ৩টি পদ

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স- ১টি পদ

ইন্সট্রুমেন্টেশন/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল- ইন্সট্রুমেন্টেশন/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদনের যোগ্য।

শূন্যপদ- ৫টি পদ

মেকানিক্যাল- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য।

শূন্যপদ- ২৮টি পদ

ফিজিক্স- ফিজিক্সের ডিগ্রি কোর্স পাশরা আবেদনের যোগ্য।

শূন্যপদ- ১৬টি পদ

NMDC Limited Recruitment 2022: বয়সসীমা

৩৫ বছরের মধ্যে হতে হবে।

NMDC Limited Recruitment 2022: বিশেষ ঘোষণা

শুরুতে ২ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, প্রয়োজনে আরও ১ বছরের জন্য চুক্তি বাড়ানো যেতে পারে।

NMDC Limited Recruitment 2022: বেতনক্রম

নির্বাচিত প্রার্থীদের মাসিক ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

NMDC Limited Recruitment 2022: আবেদন পদ্ধতি

প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি নং- ০৯/২০২১-এ গিয়ে ক্লিক করে নোটিশটি ভালো করে পড়ে নিতে হবে। এরপর সমস্ত আবেদনপত্রটি প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ জমা করতে হবে। প্রার্থীদের বৈধ মেইল আইডি ও মোবাইল নম্বর থাকা বাঞ্ছনীয়। ওই আইডি এবং নম্বর দ্বারাই প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। আবেদনপত্র জমা করার পরে প্রার্থীদের আবেদন ফি জমা দিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রার্থীরা ফর্মের এক কপি সংরক্ষন করে রাখতে পারেন।

আরও পড়ুন: Civil Services 2021 Exam: করোনার দাপটের মধ্যেও সিভিল সার্ভিস মেন পরীক্ষা হবে নির্দিষ্ট সময়সূচি মেনেই

আরও পড়ুন: Delhi Subordinate Services Selection Board - দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অধীনে ৫৭৫ পদে নিয়োগ

NMDC Limited Recruitment 2022: আবেদন ফি

প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি দিতে হবে। তপশিলী, মহিলা শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তণ সমরকর্মীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।