সংক্ষিপ্ত
- দিল্লি সরকার প্রতিদিন কেন্দ্রের কাছ থেকে ৭০০ মেট্রিক টন অক্সিজেন চেয়েছিল
- কেন্দ্র জানিয়েছিল, চাহিদা যাচাই করে জানানো হবে
- সুপ্রিম কোর্ট জানাল, হিসেবের সময় নেই দিল্লিকে ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে
- নির্দেশ না মানলে শাস্তির কথাও বলা হয়েছে
দিল্লি সরকার চেয়েছিল প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, দিল্লির চাহিদা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তা নিয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। এই অক্সিজেন জোগান সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালত সাফ জানিয়ে দিল, কেন্দ্র সরকারকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে দিল্লিকে। কেন্দ্র চেয়েছিল চাহিদা যাচাই করে সিদ্ধান্ত নিতে, কিন্তু এখন এই হিসেব নিকেশের সময় নেই, এই এই নির্দেশ।
আরও পড়ুন: করোনায় আগামী কয়েক সপ্তাহ দেশের কাছে কঠিন, বলছেন বিশেষজ্ঞরা
সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, "কেন্দ্রকে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন দিতেই হবে দিল্লিকে। ৭০০ মেট্রিক টন বলছি মানে ৭০০ মেট্রিক টনই লাগবে।"পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মানতেই হবে কেন্দ্র। তা না হলে কেন্দ্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে ।
আরও পড়ুন: প্রবল গরমে সঙ্গে জীবনের ঝুঁকি, করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধ পুরুলিয়ার দুই টোটো চালকের
করোনার দ্বিতীয় ঢেউটা দিল্লির কাছে প্রবলভাবে লেগেছে। অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। কিছুতেই সামলানো যাচ্ছে না অক্সিজেনের ঘাটতি। দিল্লিতে দৈনিক সংক্রমণ এখন ২০ হাজারের কাছাকাছি। দৈনিক মৃত্যুও ৩০০-র আশেপাশে।
এমন কঠিন সময় কোনও হাসপাতাল, কোনও রোগী যাতে অক্সিজেনের অভাববোধ না করে সেই নিশ্চয়তা দিতেই শীর্ষ আদালতের এই নির্দেশ।