সংক্ষিপ্ত
ভারতের অর্ধেকের বেশি প্রাপ্ত বয়স্ক মানুষ করোনাভাইরাস টিকার (Coronavirus Vaccine) সম্পূর্ণ ডোজ পেয়ে গেলেন। ওমিক্রন আতঙ্কের মধ্য়েই করোনাভাইরাস মহামারির (Coronavirus Pandemic) বিরুদ্ধে এল বড় সাফল্য।
বিশ্বজুড়ে করোনাভাইরাসের ওমিক্রন (Omicron) ভেরিয়েন্ট মাথাচাড়া দেওয়ার মধ্যেই, কোভিড টিকাকরণের (COVID-19 Vaccination) ক্ষেত্রে আরও এক বড় মাইলফলক অতিক্রম করল ভারত। রবিবার সকালের মধ্যে, কোভিড-১৯-এর বিরুদ্ধে টিকার সম্পূর্ণ ডোজ পেয়ে গেলেন, দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষ। এদিন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) জানিয়েছেন, ভারতে দৈনিক টিকাকরণের সংখ্যা ক্রমেই বাড়ছে। এদিন সকালের মধ্যে ১২৭.৬১ কোটিরও বেশি করোনাভাইরাস ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে আমাদের দেশে।
রবিবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একটি টুইট করে বলেন, 'অভিনন্দন ভারত। এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত, কারণ, যোগ্য জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি মানুষকে এখন সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছে। আমরা একসঙ্গে কোভিড-১৯'এর বিরুদ্ধে লড়াইয়ে জিতব।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যের টুইট -
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Helth Ministry) আধিকারিকদের মতে, ভারতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মোট ৮৪.৮ শতাংশেরও বেশি মানুষকে করোনাভাইরাস টিকার (Coronvirus Vaccine) প্রথম ডোজ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে ১,০৪,১৮,৭০৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ফলে রবিবার, সকাল ৭ টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রকের প্রতিবেদন অনুসারে, দেশে মোট ১২৭.৬১ কোটিরও বেশি (১,২৭,৬১,৮৩,০৬৫) ডোজ টিকা দেওয়া হয়েছে।
শনিবার, গুজরাত (Gijarat) ও মুম্বইয়ের (Mumbai) পর, রবিবার রাজধানী দিল্লিতেও (Delhi) মিলেছে ওমিক্রন সংক্রমণের ঘটনা। এই নিয়ে ভারতে মোট ৫ জন ওমিক্রন রোগী সনাক্ত হলেন। গত ২৪ ঘন্টায় দেশে ৮,৮৯৫ টি নতুন করোনা সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। এই নিয়ে টানা ১৬১ দিন দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা ৫০,০০০-এরও কম থাকল। গত ২৪ ঘন্টায় মোট ৬,৯১৮ জন রোগী করোনা মুক্ত হয়েছেন। ফলে সব মিলিয়ে এই পর্যন্ত সারা দেশে মোট করোনা মুক্ত হলেন ৩.৪০ কোটির বেশি (৩,৪০,৬০,৭৭৪) মানুষ। সুস্থতার হার এখন বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৩৫ শতংশে।
অন্যদিকে ভারতের চিকিৎসাধীন রোগীর সংখ্যা আরও কমে ১ লক্ষের নিচে নেমে (৯৯,১৫৫) গিয়েছে। চিকিৎসাধীন রোগীর সংখ্য়া এখন মোট সংক্রমণের মাত্র ০.২৯ শতাংশ। অন্যদিকে, ওমিক্রন আতঙ্কের মধ্যে পাল্লা দিয়ে বাড়ানো হয়েছে কোভিড পরীক্ষার সংখ্যাও। রবিবার সকাল পর্যন্ত ৬৪.৭২ কোটিরও বেশি করোনা পরীক্ষা করা হয়েছে দেশে, এমনটাই জানিয়েছে আইসিএমআর। দৈনিক ইতিবাচকতার হার একটানা ৬২ দিন ধরে রয়েছে ২ শতাংশের নিচে, বর্তমানে দাঁড়িয়েছে ০.৭৩ শতাংশে। সাপ্তাহিক ইতিবাচকতার হার বর্তমানে ০.৮ শতাংশ।