সংক্ষিপ্ত
- লকডাউন স্তব্ধ জনজীবন আর স্বস্তিতে বন্যপ্রাণীরা
- রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি, হরিণ
- সিগনাল মেনে রাস্তা পার হল সিভেট
- কেমন চলছে লকডাউন তাই খতিয়ে দেখছে প্রাণীরা
নিস্তব্ধ রাস্তা। নেই কোনও যানবাহন। আর সেই রাস্তাতেই দাপিয়ে বেড়াচ্ছে গজরাজ। ঘরের ভিতর থেকে তোলা সেই ছবিই ভাইরাল নেটদুনিয়ায়।
কোথাও আবার জাতীয় সড়েই দাঁড়িয়ে হাতি। লকডাউন উপেক্ষা করে যারা ঘরের বাইরে বেরিয়েছেন তাদের কী অবিলম্বে ঘরে ফিরতে নির্দেশ দিচ্ছে গজরাজ।
দীর্ঘ দিন ধরেই মানুষের দাপটে দিশেহারা বন্য়প্রাণীরা। কিন্তু বর্তমান বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে মানুষই আশ্রয় নিয়েছে ঘরে। খুব প্রয়োজন ছাড়া কেউই আর বাড়ির বাইরে যাচ্ছে না। সংক্রমণ ঠেকাতে দেশ তথা বিশ্বের অধিকাংশ মানুষই মেনে চলেছে সামাজিক দূরত্ব। এই পরিস্থিতিতে গোটা দেশ জুড়েই ঘোষণা করা হয়েছে লকডাউন। তাই বন্ধ রয়েছে অফিস, আদালত। বন্ধ রয়েছে রাস্তাঘাটও। পথে গাড়ির সংখ্যানিতান্তই হাতে গোনা। আর সেই ফাঁকা রাস্তারই দখল নিয়েছে একপাল হরিণ। তা সে দিনেই হোক আর রাতে।
লকডাউনের কারণে স্তব্ধ মানুষের জনজীবন। সেখানে একটু প্রাণ খুলে নিশ্বাস নিচ্ছে বন্যপ্রাণী। দীর্ঘদিন মালাবারে দীর্ঘ দিন পরে রাস্তায় বার হল সিভেট।
তবে শুধু কেরল নয়। গোটা ভারত জুড়েই রাস্তায় বন্য প্রাণিদের স্বস্তিতে ঘোরাফেরা করতে দেখা গেছে লকডাউনে।