11:02 PM (IST) Apr 09

মৃত্যুপুরী নিউইয়র্ক

তিনদিন আগেই একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড গড়েছিল নিউইয়র্ক। সব মিলিয়ে এই শহরে মৃত্যু মিছিলে ৯/১১ হামলাকে ছাপিয়ে গিয়েছিল করোনা। বৃহস্পতিবার নিজেদের সেই রেকর্ড ভেঙে ৭৯৯ জনের মৃত্য়ুর খবর জানালো নিউইয়র্ক। সবমিলিয়ে এই রাজ্যে ৭.০৬৭ জনের মৃত্যু হল।

10:59 PM (IST) Apr 09

পাকিস্তান দিচ্ছে ৩০ লক্ষ মার্কিন ডলার

সার্ক কোভিড-১৯ এমার্জেন্সি ফান্ড-এ ত্রিশ লক্ষ মার্কিন ডলার দেওয়ার অজ্ঞীকার করল পাকিস্তান।

10:55 PM (IST) Apr 09

১৫ লক্ষ ছাড়ালো আক্রান্তের সংখ্যা

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫,০২,৬১৮ জন।

06:17 PM (IST) Apr 09

মোদীকে চিঠি বিজয়নের

সংযুক্ত আরব আমিরশাহি-তে রয়েছেন বহু সংখ্যক ভারতীয় উদ্বাস্তু। তাদের দুর্দশা দূর করতে আমিরশাহি সরকারের সঙ্গে ভারত সরকারকে কথা বলার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

06:06 PM (IST) Apr 09

চিকিৎসক নিগ্রহে অভিযুক্ত কনস্টেবল

এইমস ভোপালের দুই আবাসিক চিকিৎসককে শারীরিক নিগ্রহ করার অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবল-এর বিরুদ্ধে। ভোপালের ডিআইজি ইরশাদ ওয়ালি জানিয়েছেন, অভিয়ুক্ত কনস্টচেবলকে 'লাইন অ্যাটাচ' করা হয়েছে।

Scroll to load tweet…

05:56 PM (IST) Apr 09

আক্রান্ত ৫৮৬৫, মৃত ১৬৯

বৃহস্পতিবার, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় ৫৯১ জ নতুন রোগীর সন্ধান মিলেছে। নথুবূক্ত হয়েছে ২০ জনের মৃত্যু। সব মিলিয়ে ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ৫,৮৬৫ জনে পৌঁছেছে। আর মৃতের সংখ্যা ১৬৯। ৪৮৭ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন।

05:52 PM (IST) Apr 09

স্বাস্থ্য প্যাকেজে ছাড়পত্র কেন্দ্রের

১৫০০০ কোটি টাকার আর্থিক প্যাকেজে ছাড়পত্র কেন্দ্রের। করোনাভাইরাসের সংক্রমণ রুখতেই খরচ করা হবে এই টাকা

04:40 PM (IST) Apr 09

করোনা নিয়ে কথা

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা নিয়ে কথা বলেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Scroll to load tweet…
03:43 PM (IST) Apr 09

বেতন কমছে বিধায়কদের

মহারাষ্ট্রে বিধায়কদের ৩০ শতাংশ বেতন হ্রাসের সিদ্ধান্ত নিল ক্যাবিনেট।

Scroll to load tweet…
02:14 PM (IST) Apr 09

মহারাষ্ট্রে নতুন করে ১৬২ জনের শরীরে করোনা সংক্রমণ

হারাষ্ট্রে নতুন করে ১৬২ জনের শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এটাই একদিনে রাজ্যটিতে সবচেয়য়ে বেশি আক্রান্তের ঘটনা। ফলে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে ১,২৯৭ তে পৌঁছে গেছে। 

Scroll to load tweet…
02:13 PM (IST) Apr 09

৩৮১টি এলাকাকে সংক্রমণ প্রবণ বলে ঘোষণা

দেশের রাজধানী দিল্লির মত বাণিজ্য রাজধানী মুম্বইও করোনা সংক্রমণের জেরে কাবু। বৃহস্পতিবার নতুন করে ১৪৩ জনের শরীরে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এরফলে শহরে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে প্রায় সাতশোর কাছাকাছি। এই অবস্থায় শহরের ৩৮১টি এলাকাকে সংক্রমণ প্রবণ বলে ঘোষণা করল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

Scroll to load tweet…
12:25 PM (IST) Apr 09

করোনায় ইন্দোরে চিকিৎসকের মৃত্যু

করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হল ইন্দোরে। ফলে ইন্দোরে মৃতের সংখ্যা বেড়ে হল ২২। আক্রান্তের সংখ্যা ২১৩।

Scroll to load tweet…
12:21 PM (IST) Apr 09

লকডাউনের সময় বাড়াল ওড়িশা

৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা ওড়িশা সরকারের।

Scroll to load tweet…
11:19 AM (IST) Apr 09

আমেরিকায় করোনায় মৃত্যু ভারতীয়দের

করোনা সংক্রমণে এখনও পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ১১ জন ভারতীয়র। মৃতরা সকলেই পুরুষ বলে জানা যাচ্ছে। এদের মধ্যে ১০ জনই নিউইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। তাঁদের মধ্যে আবার ৪ জন ছিলেন নিউইয়র্কের ট্যাক্সি চালক। বর্তমানে আমেরিকায় কোভিড ১৯ পজিটিভ ভারতীয়র সংখ্যা ১৬। 

11:18 AM (IST) Apr 09

করোনা মোকাবিলায় কড়া সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের


করোনা মোকাবিলায় চাই প্রচুর অর্থ, অর্থের যোগানে কড়া পদক্ষেপ যোগী আদিত্যনাথের, কমিয়ে দিলেন নিজের মন্ত্রিসভার বেতন, বেতনে কোপ পড়ল বিধায়কদেরও।

11:18 AM (IST) Apr 09

করোনার ২০টি হটস্পট সিল করা হল রাজধানীতে


রাজধানীর করোনা পরিস্থিতি সামলাতে নতুন পদক্ষেপ, সিল করা হল দিল্লির ২০টি করোনা হটস্পট, বুধবার মধ্যরাত থেকে সিল করা হয়েছে এলাকাগুলি, নয়ডা ও গাজিয়াবাদেও একই সিদ্ধান্ত প্রশাসনের।

Scroll to load tweet…
10:09 AM (IST) Apr 09

ঝাড়খণ্ডে করোনা আক্রান্তের মৃত্যু

বোকারোর ৭৫ বছরের এক ব্যক্তির ম্যতু হল করোনা সংক্রমণে।

Scroll to load tweet…
09:26 AM (IST) Apr 09

করোনা নিয়ে বৈঠক

দেশের করোনা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা।

Scroll to load tweet…
08:19 AM (IST) Apr 09

ফ্রি তে দেওয়া হবে রেশন

৬০ লক্ষ পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করল গুজরাত সরকার।

08:18 AM (IST) Apr 09

সিল করা হল ভোপাল

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভোপাল, ইন্দোর এবং উজ্জ্বয়ন পুরোপুরি সিল করে দিল মধ্যপ্রদেশ সরকার।