সংক্ষিপ্ত
- প্রয়াত হলেন পরিবেশ আন্দোলেন কিংবদন্তি
- ভারতে চিপকো আন্দোলেনর জনক বলা হয় তাঁকে
- মৃত্যুকালে ৯৪ বছর বয়স হয়েছিল সুন্দরলাল বহুণার
- কোভিড ১৯-এর মৃত্যুগ্রাস এবার তাঁকেও ছিনিয়ে নিল
কোভিড ১৯-এর গ্রাস থেকে আর রক্ষা পেলেন না ভারতের পরিবেশ আন্দোলনের কিংবদন্তি চরিত্র সুন্দরলাল বহুগুণা। ৯৪ বছর বয়সে কোভিড১৯ তাঁকে ছিনিয়ে নিল। শুক্রবার ঋষিকেশের এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুন্দরলাল বহুগুণা। কোভিড ১৯ পজিটিভ হয়ে বেশ কিছুদিন ধরেই এইমস-এ ভর্তি ছিলেন তিনি।