সংক্ষিপ্ত

  • ২৫ মে থেকে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন কোহলিরা
  • তারপর ইংল্যান্ডে ১০ দিনের কোয়ারান্টিন
  • ১৮ জুন থেকে সাউদাম্পটনে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
  • ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড

অনেক চেষ্টা পরেও করোনায় ভেস্তে গিয়েছে আইপিএল। এবার বিসিসিআই-য়ের পাখির চোখ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বিরাট কোহলিদের সুরক্ষিত এবং প্রস্তুত রেখে মাঠে নামানো। সেই লক্ষ্যে রোডম্যাপ তৈরি করে ফেলল বোর্ড। ১৮ জুন ইংল্যান্ডে সাউদাম্পটনে আয়োজিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। 

আরও পড়ুন: করোনার সঙ্গে কঠিন লড়াই, ২ কোটির অনুদান বিরাট অনুষ্কার, ভক্তদের উদ্দেশে কী বার্তা দিলেন

 করোনা দুনিয়ায় সেই ফাইনালে ম্যাচে খেলার জন্য কোহলিদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হবে ২৫ মে থেকে। যে জৈব সুরক্ষা বলয় হবে ভারতে। ৮ দিন সেই জৌব সুরক্ষা বলয়ে থেকে কোহলিরা উড়ে যাবেন ইংল্যান্ডে। সেখানে আবার ২ জুন থেকে কোহলিরা ১০ দিনের কোয়ারান্টিনে থাকবেন। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবেন তাদের পরিবারের সদস্যরাও। ইংল্যান্ডে যাওয়ার আগে কোহলিদের কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে। তবে দ্বিতীয় ডোজটা কোহলিদের ইংল্যান্ডে গিয়েই নিতে হবে।   

আরও পড়ুন: করোনার যুদ্ধে সামিল লক্ষ্মীরতন শুক্লা, দান করলেন আইপিএল থেকে পুরো আয়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে  ৪ অগাস্ট থেকে পাঁচ টেস্টের সিরিজও খেলবে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ টেস্টের সিরিজ শেষ হবে সেপ্টেম্বের মাঝে।