সংক্ষিপ্ত
রাজ্যে গত চব্বিশ ঘন্টায় ফের বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। কমে গিয়েও ফের সামান্য হলেও বাড়ল কলকাতা-উত্তর ২৪ পরগণা-সহ দক্ষিণবঙ্গে।
রাজ্যে গত চব্বিশ ঘন্টায় ফের বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিনের ( WB COVID Bulletin) রিপোর্ট অনুযায়ী, রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। যেখানে গত ৪৮ ঘন্টা আগে রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছিল ২৩৬ জন। কমে গিয়েও ফের সামান্য হলেও বাড়ল কলকাতা-উত্তর ২৪ পরগণা-সহ দক্ষিণবঙ্গে। তবে শীর্ষে উত্তর ২৪ পরগণা (North 24 Parganas) দ্বিতীয় স্থানে কলকাতা । তবে হাওড়া -সহ একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বদল হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়েও সংক্রমণ বেড়েছে।
বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ আগের থেকে বেড়েছে।রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ২৭২ জন । যার মধ্য়ে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত হয়েছেন ৪২ জন। কলকাতার পাশাপাশি একই হারে দৈনিক সংক্রমণ বেড়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগণাতে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিংয়েও সংক্রমণ বেড়েছে। যদিও দৈনিক সংক্রমণের ভিত্তিতে সবার উপরেই রয়েছে উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণায় গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭৫জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, হাওড়াতে এই মুহূর্তে আক্রান্ত বেড়ে ১২ জন, হুগলিতে কমে ১০ জন,এবং দক্ষিণ ২৪ পরগণাতে একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ জন। তবে উত্তরবঙ্গে দার্জিলিং এবং জলপাইগুড়িতেও সংক্রমণ বেড়েছে। জলপাইগুড়িতে ১০ জন এবং দার্জিলিংয়ে ১৪ জন গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য দফতরের বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, কোভিডে মৃত্যু সংখ্যা গত চব্বিশ ঘন্টায় এবার ৪ জেলায় দাঁড়িয়েছে। কোভিডে এবার মৃত্যু ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগণায়। এখানে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জেলা কলকাতা, দার্জিলিং, দক্ষিণ ২৪ পরগণায় ১ জন করে মৃত্যু হয়েছে।তবে নদিয়া, হুগলি, জলপাইগুড়ি, মালদহ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া দুই বর্ধমান, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রামে, বাঁকুড়া, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, বীরভূম, কোচবিহারে কোভিডে আক্রান্ত মৃত্য়ু থেমেছে। উল্লেখ্য, কোভিড বর্ষে রাজ্যের মধ্য়ে সবচেয়ে বেশি এখনও অবধি মৃত্যু হয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগণায়। কলকাতায় এখনও অবধি মোট মৃতের সংখ্যা ৫,৬৪৬ জন। উত্তর ২৪ পরগণায় এখনও অবধি মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩৩৫ জন। অপরদিকে, পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ২,৬৪৮ জন। পশ্চিমবঙ্গে একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫৪ জন। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী রাজ্যে সুস্থতার হার, ৯৮.৮২ শতাংশ।