সংক্ষিপ্ত
- সরকারি স্কুলে হচ্ছে এবার আস্ত কোভিড কেয়ার ইউনিট
- স্কুলের কোভিড কেয়ার ইউনিটে থাকছে ৫০ শয্যা
- রাজ্যে প্রথমবারের মতো স্কুলে শুভ সূচনা হতে চলেছে
- উদ্বোধন করবেন সুব্রত মুখোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য
সরকারি স্কুলে হচ্ছে এবার আস্ত কোভিড কেয়ার ইউনিট। আগামীকাল ৩ জুন বৃহস্পতিবার রাজ্যে প্রথমবারের মতো সাউথ সাব-আরবান স্কুলে শুভ সূচনা হতে চলেছে। উদ্বোধন করবেন রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন, 'ভ্যাকসিন অন হুইলস', করোনা মোকাবিলায় একাধিক নয়া উদ্য়োগ কলকাতা পুরসভার
সাউথ সাব-আরবান স্কুলের কোভিড কেয়ার ইউনিটে থাকছে ৫০ শয্যা। এটি মূলত কলকাতা পুরসভার তত্ত্বাবধানে বিধায়ক দেবাশী কুমারের পরিচালনায় এনজিওর যৌথ উদ্য়োগে পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকাল ৩ জুন বৃহস্পতিবার বেলা ১১ টা ১৫ এর সময় এই কোভিড কেয়ার ইউনিটের উদ্বোধন করবেন রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। কোভিড মোকিবিলায় অন্যতম মুহূর্তের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা।
আরও দেখুন , Live Covid- কোভিডে সংক্রমণ-মৃত্যু দুইই কমল রাজ্যে, কলকাতায় ব্ল্যাক ফাংগাসে বলি আরও ১
প্রসঙ্গত, রাজ্যে মার্চ মাসের পর থেকে আচমকাই বেড়ে যায় কোভিড সংক্রমণ। যেখানে ভোট শুরু আগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ১০০০ মধ্য়ে ওঠা নামা করত, সেখানে ভোট শেষ হতেই প্রতিদিনের আক্রান্তের সংখ্যা গিয়ে ১৫ হাজারেরও উপরে। এহেন কঠিন পরিস্থিতি রাজ্যের বেডের ঘাটতি শুরু হয়। এরপরেই ভোটের ফলপ্রকাশের দ্বিতীয় সপ্তাহের পর কার্যত লকডাউন ঘোষণা করে মমতার সরকার। তবে কড়া বিধিনিষেধের জেরে এই মুহূর্তে কোভিড সংক্রমণ আবার কমতে শুরু করেছে। বেড়েছে সুস্থতার হারও। এমনই একমুহূর্তে সরকারি স্কুলে কোভিড কেয়ার ইউনিট রাজ্যবাসীকে আলোর পথ দেখাবে।