সংক্ষিপ্ত
- করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার
- এই মুহূর্তে হাসপাতালের সুপার ভর্তি রয়েছেন এমআর বাঙ্গুর হাসপাতালে
- পাশাপাশি বেশ কয়েক জন প্রশাসনিক কর্তাকেও পাঠানো হয়েছে গৃহ পর্যবেক্ষণে
- উল্লেখ্য়, হাওড়া জেলা হাসপাতালে এর আগে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন হাওড়া জেলা হাসপাতালের সুপার। সূত্রের খবর, লালারসের নমুনা পরীক্ষার পর তাঁর করোনা পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে। এই মুহূর্তে হাসপাতালের সুপার ভর্তি রয়েছেন এমআর বাঙ্গুর হাসপাতালে। পাশাপাশি হাওড়া জেলার বেশ কয়েক জন প্রশাসনিক কর্তাকেও পাঠানো হয়েছে গৃহ পর্যবেক্ষণে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কোনও তথ্য জানানো হয়নি।
হাওড়া আগেই করোনা প্রভাবিত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছিল। এ বার সেখানে করোনায় আক্রান্ত হলেন স্বয়ং জেলা হাসপাতালের সুপার। তাঁর সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার, তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে । এরপরই তাঁর পরিবারের সবাইকে কোয়ারানটিনে রাখা হয়েছে। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা হোম কোয়ারানটিনে গিয়েছেন জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের প্রায় ২০০ জন আধিকারিক।
আরও পড়ুন, কোন ওষুধে কুপোকাত করোনা, কত ডোজ দিচ্ছেন রাজ্য়ের ডাক্তাররা
উল্লেখ্য়, হাওড়া জেলা হাসপাতালে এর আগে ভর্তি ছিলেন সালকিয়ার এক মহিলা। তাঁর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। তিনি জেনারেল ওয়ার্ডে ভরতি ছিলেন। পরে মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার চিকিৎসা চলাকালীন আক্রান্ত ওই শীর্ষকর্তা পরিদর্শনে গিয়েছিলেন। এছাড়া জেলা হাসপাতালের নার্স, চিকিৎসক-সহ ৩০ জনকে ডুমুরজলা কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। জানা গিয়েছে, ওই সেন্টারও পরিদর্শন করেছিলেন আক্রান্ত শীর্ষকর্তা। সেখান থেকেও সংক্রমণের আশঙ্কা আছে।
এনআরএস-র আরও ৪৩ জন স্বাস্থ্য কর্মীর রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ
করোনার রোগী সন্দেহে বৃদ্ধকে বেধড়ক মার, স্যালাইনের চ্যানেল করা হাতে দড়ি পড়ালো মানিকতলাবাসী
করোনায় আক্রান্ত এবার কলকাতার ২ ফুটপাথবাসী, হোম কোয়ারেন্টাইনে উদ্ধারকারীরা