মিঠুন চক্রবর্তী কি তবে করোনায় আক্রান্ত  ঝড়ের বেগে ভাইরাল  হল খবর কী বছলছেন মিঠুন চক্রবর্তী  খবর ঘিরে চাঞ্চল্য 

করোনার কোপে একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন। জনসভা থেকে শুরু করে পথে পথে নেমে প্রচার, বিজেপি-তে যোগ দেওয়ার পরই এই বিপুল সমাবেশের কেন্দ্র বিন্দু হয়ে উঠেছলেন মিঠুন চক্রবর্তী। তাঁর বর্তমান পরিস্থিতি ঠিক কি, কেমন আছেন তিনি! মাঝে খবর মিলেছিল সানস্টোক হওয়ার কারণে তিনি ব়্যালির মাঝখান থেকে ফিরেছিলেন কলকাতাতে। এবার সামনে এলো করোনার খবর। 

আরও পড়ুন- কলকাতার অবস্থা দিল্লির মত হবে না তো? সাবধানবানীতে কী বলছেন তথ্য বিজ্ঞানী

মঙ্গলবার দুপুরে সামনে আসে করোনায় আক্রান্ত হয়েছেন ফাটাকেষ্ট। কিন্তু সেই খবরের সত্যতা নিয়ে বেজায় জল্পনা শুরু হয় নেট দুনিয়ায়। একের পর এক সোশ্যল পাতায় যখন এই ছবর ছড়িয়ে পড়তে থাকে, তখনই এক সংবাদ মাধ্যম তুলে তুলে ধরেন ভালোই আছেন মিঠুন চক্রবর্তী। নির্বাচনি প্রচারের ধকল মিটিয়ে এখন তিনি ঘরে বন্দি। 

Scroll to load tweet…

পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন সময়। তাই করোনায় আক্রান্ত হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন মহাগুরু। তবে এতক্ষণে এই খবর ভাইরাল। সকলেই মিঠুন চক্রবর্তীর আরোগ্য কামনা করছেন, কেউ আবার জনসভাকে উল্লেখ করে করছেন ভৎসনা। যদিও এই নিয়ে এখনও প্রযন্ত ভক্তদের উদ্দেশ্যে প্রকাশ্যে মুখ খোলেননি মিঠুন চক্রবর্তী।