সংক্ষিপ্ত
সোমবার থেকে সেই বিধিনিষেধ লাগু হবে। জারি থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যে বলা হয়েছে, সোমবার থেকে আগামী দু’সপ্তাহ রাজ্যে বন্ধ থাকবে সমস্ত সেলুন, স্পা ও বিউটি পার্লার। অর্থাৎ, রবিবারই সেলুন ও বিউটি পার্লার শেষ দিনের মতো খোলা ছিল।
রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংক্রমণ (Corona Cases)। বড়দিনের (Christmas) পর থেকেই রাজ্যে করোনার গ্রাফ (Corona Graph) ঊর্ধ্বমুখী রয়েছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আক্রান্ত হচ্ছেন চিকিৎসক (Doctor) ও পুলিশকর্মীরাও (Police)। আগামীদিনে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে সংক্রমণের উপর রাশ টানতে রাজ্যে ফের নতুন করে একগুচ্ছ বিধিনিষেধ (Corona Restriction) আরোপ করেছে রাজ্য সরকার (State Government)। সোমবার থেকে সেই বিধিনিষেধ লাগু হবে। জারি থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যে বলা হয়েছে, সোমবার থেকে আগামী দু’সপ্তাহ রাজ্যে বন্ধ থাকবে সমস্ত সেলুন, স্পা ও বিউটি পার্লার। অর্থাৎ, রবিবারই সেলুন ও বিউটি পার্লার (Spa, Saloon, Beauty parlour) শেষ দিনের মতো খোলা ছিল।
এর আগে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ যখন রাজ্যে আছড়ে পড়েছিল তখনও লকডাউনের সময় দীর্ঘদিন বন্ধ ছিল সেলুন, পার্লার। তারপর সংক্রমণ একটু কমার পর করোনাবিধি মেনে খুলেছিল সেলুন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ফের যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, তখন রাজ্য সরকার ফের সেলুন, পার্লার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। বিশেষজ্ঞদে মতে, সেলুন কিংবা বিউটি পার্লারে সংক্রমিত হওয়ার সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি। তাই সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখন সেলুন, পার্লার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া স্রেফ সময়ের অপেক্ষা ছিল।
আরও পড়ুন- করোনার হাত থেকে রেহাই পেল না চিত্তরঞ্জন সেবাসদন, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সহ আক্রান্ত ৩৬
এই সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে রাজ্যে জারি হচ্ছে কড়া বিধিনিষেধ। ১৫ জানুয়ারি পর্যন্ত তা কার্যকর থাকবে। রবিবার নবান্ন থেকে রাজ্যের মুখ্যসচিব এই সংক্রান্ত ঘোষণা করেন। এর ফলে আপাতত দু’সপ্তাহ রাজ্য জুড়ে সেলুন, পার্লার বন্ধ থাকবে। তার পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে নবান্ন। এছাড়াও যে সব বিধিনিষেধ জারি করা হয়েছে, সেগুলি হল...
আরও পড়ুন- এক সপ্তাহের মধ্যে ৪৩৯ থেকে ৬১৫৩, রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ
- সোমবার থেকে বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। এই সমস্ত প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে ৫০ শতাংশ কর্মচারীর উপস্থিতিতে
- সরকারি ও বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। বাকিরা বাড়ি থেকে কাজ করবেন যথাসম্ভব
- শহরের সমস্ত সুইমিং পুল, জিম, স্পা, বিউটি পার্লার, সেলুন, ওয়েলনেস সেন্টার এবং টুরিস্ট স্পট বন্ধ থাকবে। বন্ধ থাকবে পার্ক ও চিড়িয়াখানাও
- শপিং মল, মার্কেট কমপ্লেক্স, বার, রেস্তরাঁ, সিনেমা হল, ও থিয়েটার খোলা থাকবে রাত দশটা পর্যন্ত। কোনও ক্ষেত্রেই ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি মানুষ এই সব জায়গায় প্রবেশ করতে পারবেন না
- সমাবেশ বা কনফারেনসের ক্ষেত্রে ২০০ জন অথবা সমাবেশ স্থানের ধারণক্ষমতার ৫০ শতাংশ মানুষ উপস্থিত থাকতে পারেন। দুটির মধ্যে ক্ষুদ্রতর সংখ্যাটি বেছে নিতে হবে
- ধর্মীয়, সাংস্কৃতিক, বা সামাজিক জমায়েতে সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারেন। শেষকৃত্যে উপস্থিত থাকতে পারবেন সর্বোচ্চ ২০ জন
- লোকাল ট্রেন চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত, ৫০ শতাংশ যাত্রী সমেত। মেট্রো রেলের সময়সূচি অপরিবর্তিত থাকবে, তবে যাত্রী সংখ্যা কমিয়ে ৫০ শতাংশ করা হবে
- রাত্রি ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত আপতকালীন প্রয়োজন ছাড়া মানুষ ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনোরকম সমাবেশের আয়োজন করা যাবে না
- দুয়ারে সরকার কর্মসূচি স্থগিত থাকবে ১ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত
- বিধিনিষেধ মেনে খাবারের হোম ডেলিভারির অনুমোদন করা হবে
- উপসর্গবিহীন কোভিড রোগীর ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা এবং তার পরবর্তী পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়েছে