সংক্ষিপ্ত
বৃদ্ধের বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। সম্প্রতি বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। শুক্রবারই দেশে ফেরেন। হাসপাতাল সূত্রে খবর, সীমান্তেই ওই বৃদ্ধের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
করোনার নতুন প্রজাতি (New Corona Variant) ওমিক্রনের (Omicron) আতঙ্ক বাড়ছে গোটা দেশে (India)। তার সঙ্গে রাজ্যেও (West Bengal) সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদেশ ফেরত আরও একজনের শরীরে মিলল করোনার সংক্রমণ (Corona Positive)। ওমিক্রনে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে এক বৃদ্ধকে। শুক্রবারই বাংলাদেশ (Bangladesh) থেকে ফেরেন তিনি। সীমান্তে তাঁর করোনার নমুনা পরীক্ষা করা হয়। তারপর রাতেই সেই রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালের বিশেষ ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে তাঁর সোয়াবের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।
বৃদ্ধের বাড়ি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। সম্প্রতি বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তিনি। শুক্রবারই দেশে ফেরেন। হাসপাতাল সূত্রে খবর, সীমান্তেই ওই বৃদ্ধের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এরপর সাগর দত্ত মেডিক্যাল কলেজে তাঁর নমুনা পরীক্ষা হয়। রাতে দেখা যায় রিপোর্ট পজিটিভ। তখন স্বাস্থ্য দফতরের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। হাসপাতালে ভর্তি হতে বলা হয় তাঁকে। এরপর রাতেই বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ ওয়ার্ডে ভর্তি হন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বৃদ্ধের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অবশ্য তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কিনা তা জানার জন্য তাঁর সোয়াবের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন- দিল্লিতে ওমিক্রন আক্রান্ত আরও ১, তবে করোনার তথ্য পরিসংখ্যানে স্বস্তি
উল্লেখ্য, শুক্রবার ব্রিটেন থেকে দোহা হয়ে কলকাতা এসে পৌঁছান এক ব্রিটিশ তরুণী। আলিপুরে তাঁর আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। কলকাতাগামী কাতার এয়ারওয়েজের যে বিমান রাত ২টো ৩০ নাগাদ কলকাতায় পৌঁছায় সে বিমানেরই যাত্রী ছিলেন তিনি। বিমানবন্দরে অবতরণের পর বাকি বিমান যাত্রীদের সঙ্গে তাঁরও করোনা পরীক্ষা করা হয়। দেখা যায় রিপোর্ট পজিটিভ। তারপর সকালেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন প্রজাতি। আর তা নিয়ে বাড়ছে চিন্তা। এই মুহূর্তে দেশে ওমিক্রনে আক্রান্তের মোট সংখ্যা ৩৩। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, যাঁরা আগে করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরাও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। পাশাপাশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে টিকা নেওয়া ব্যক্তিদেরও। তবে ওমিক্রনে সংক্রামিত হলে বাকি ভ্যারিয়েন্টের তুলনায় কম অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।