সংক্ষিপ্ত

আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC Womens World Cup 2022) মুখোমুখি ভারত ইংল্যান্ড (India vs England) । একদিকে ইংল্য়ান্ডকে হারে সেমি ফাইনালে  দিকে এগোনো ও গতবারের ফাইনাল হারের বদলা নেওয়া লক্ষ্য মিতালি রাজের (Mithali Raj) দলের। অপরদিকে প্রতিযোগিতায় প্রথম জয় পেতে মরিয়া হেদার নাইটের (Heather Knight) দল।
 

২০১৭ আইসিসি মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে তীরে এসে ডুবেছিল ভারতীয় দলের তরী। সেবার ফাইনালে আয়োজক দেশ ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্য়াচে ৯ রানে হারতে হয়েছিল উইমেন্স ইন ব্লুদের। সেই হারের ক্ষত এখনও দগদগে রয়েছে মিতালি রাজ (Mithali Raj) ও ঝুলন গোস্বামীদের (Jhualan Goswami)মনে। তবে সেখান থেকে ঘুডে দাঁড়িয়ে ফের একটা নতুন শুরু করেছে মহিলা টিম ইন্ডিয়া (Womens Team India)। এবার আরও একটি বিশ্বকাপ। প্রথম তিন ম্যাচের মধ্যে দুটি জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারত। বুধবার প্রতিপক্ষ সেই ইংল্যান্ড (India vs England)। শুধু এবার শেষ চারে জায়গা পাকা করার লক্ষ্যে আরও এক পা এগোনো নয়, গতবারের ফাইনাল হারের বদলা নেওয়ার সুযোগ মিতালি রাজের দলের সামনে। যা হাতছাড়া করতে নারাজ গোটা দল। অপরদিকে গতবারের চ্যাম্পিয়নদের এবার বিশ্বকাপ অভিযান শুরুটা ভালো হয়নি। তাই ভারতের বিরুদ্ধে আইসিসি ২০২২ মহিলা বিশ্বকাপের প্রথম জয় পেতে মরিয়া ইংল্যান্ড।

আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া-
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। মাঝে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত খেলে প্রত্যাবর্তন করেছে ভারত। স্মৃতি মন্ধনা  হরমনপ্রীত কউরের সেঞ্চুরি ও বল হাতে স্নেহ রানা, পুজা ভাস্ত্রাকার, রাজেস্বরী গায়কোয়াড়, ঝুলন গোস্বামীদের ফর্ম বাড়তি আত্মবিশ্বাস যোগদান করেছে ভারতীয় দলে। তবে গতবারের চ্যাম্পিয়ন দলকে মোটেই হাল্কাভাবে নিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্মৃতি ও হরমনপ্রীত গত ম্যাচে রান পেলেও বাকিদার বড় রান করতে পারেনি। তাই অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন ভারতীয় ব্য়াটসম্য়ানরা। সব মিলিয়ে গতবারের ফাইনাল হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে মিতালি রাজের দল।

ভারতের সম্ভাব্য একাদশ-
যস্তিকা ভাটিয়া, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা, মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর, রিচা ঘোষ (উইকেট রক্ষক), স্নেহ রানা, পুজা ভাস্ত্রাকার, ঝুলন গোস্বামী, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়।

ঘুড়ে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড-
অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে পরপর তিনটি ম্য়াচ হেরে হারের হ্যাটট্রিক দিয়ে শুরু করেছে ইংল্যান্ড দল। তিনটি ম্য়াচই জয়ের দোরগোড়া পর্যন্ত গিয়েও হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে ডিফেন্ডিং চ্য়াম্পিয়নদের। তাই ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতায় প্রথম জয় পেতে মরিয়া হেদার নাইটের দল। ব্যাটিং ও বোলিং বিবাগে ধারাবাহিকতার অভাব এবারের ইংল্য়ান্ড দলের অন্যতম প্রধান সমস্যা। অনুশীলনে নিজেদের যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নিয়ে ভারতের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়ানোই লক্ষ্য ইংল্যান্ড দলের। সেমি ফাইনালের ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্য়াচ জিততেই হবে ইংল্যান্ডকে।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ-
ট্যামি বিউমন্ট, ড্যানিয়েল ওয়াট, হেদার নাইট (অধিনায়ক), নাতালিয়ে স্কিভার, অ্যামি এলেন জোনস (উইকেট রক্ষক), সোফিয়া ডাঙ্কলে, ক্যাথেরিন ব্রান্ট, সোফি এক্সিলসটোন, ক্যাটে ক্রস, শারলোট ডিন, অ্য়ানায়া শ্রুবসোলে।

ম্যাচ প্রেডিকশন-
বর্তমানে লিগ টেবিলে ৩ ম্য়াচে ২টি জয়ের সৌজন্যে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এই পরিস্থিতি ইংল্যান্ড ম্য়াচ জেতা দরকার মিতালি ঝুলনদের। ৩টি ম্য়াচে সবকটিতে হারের ফলে ৭ নম্বরে রয়েছে ইংল্য়ান্ড। ফলে এই ম্য়াচ না জিতলে পরের রাউন্ডে যাওয়ার কোনও আশাই থাকবে ইংল্য়ান্ডের। এই পরিস্থিতিতে ম্য়াচ হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা সাম্প্রতিক ফর্মের নিরিখে এগিয়ে রাখছে ভারতীয় দলকে।