সংক্ষিপ্ত

হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষেই চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ভারত অল আউট মাত্র ৭৮ রানে। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১২০। অর্ধশতরান দুই ওপেনারের।
 

লর্ডসে ঐতিহাসিক জয়ের পর লিডসে ভারতীয় দলকে অনেকটাই এগিয়ে রেখেছিল ক্রিকেট বিশেষজ্ঞরা। তারউপর চোট সমস্যা, ব্যাটিং-বোলিং সমস্যায় জর্জরিত ইংল্যান্ড কতটা ঘুড়ে দাঁড়াতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল অনেকেই। কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ড দল যে কতটা ভয়ঙ্কর হয়ে ঘুড়ে দাঁড়াতে পারে তা দেখিয়ে দিল জো রুটের দল। লিডস হেডিংলিতে প্রথম ইনিংসে ভারতীয় দলকে ৭৮ রানে গুটিয়ে দিল জেমস অ্যান্ডারসব, ক্রেইগ ওভারটন, অলি রবিসনসন, স্যাম কুরানরা। একইসঙ্গে প্রথম ইনিংসে ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করল ব্রিটিশ লায়ন্সরা।

বুধবার টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। কিন্তু ইংল্যান্ডের পেস অ্যাটাকের বিধ্বংসী বোলিংয়ে প্রমাণিত হয়ে যায় ভারত অধিনায়কের সিদ্ধান্ত কতটা ভুল ছিল। ৭৮ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন স্কোর করল ভারতীয় দল। এর আগে ১৯৭৪ সালে লর্ডসে মাত্র ৪২ ও   ১৯৫২ সালে ম্যাঞ্চেস্টার টেস্টে ৫৮ রানে অলআউট হয়েছিল ভারত। হেডিংলিতে ভারতের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রোহিত শর্মা। নতুন বলে অ্যান্ডারসন ৩টি ও রবিনসনের ২টি উইকেট নিয়ে তাসের ঘরের মত ভেঙে দেয় টিম ইন্ডিয়ার তারকাখোচিত ব্যাটিং লাইনআপ। ফের অফস্টাম্পের বাইরের বলে জিমির শিকার হন বিরাট। এরপর ক্রেইগ ওভারটনের ৩ উইকেট ও স্যাম কুরানের ২ উইকেট নিয়ে ভারতীয় ইনিংস ৭৮ রানে শেষ করে দেয়।

বোলারদের আগুনে পারফরমেন্স দেখে উদ্বুদ্ধ হয় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ২৪ ইনিংসের পরে ওপেনিং জুটিতে ১০০ রানের পার্টনারশিপ করলল ব্রিটিশরা। যেই পিচে বিধ্বংসী বোলিং করল অ্যান্ডারসনরা, সেই পিচেই দিনের শেষে ইংল্যান্ড স্কোর বিনা উইকেটে ১২০। অর্ধশতরান পূরণ করে ফেলেছেন ইংল্যান্ডের দুই ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। প্রথম দিনের শেষে ভারতের থেকে ৪২ রান এগিয়ে জো রুটের দল  একই সঙ্গে হেডিংলি টেস্টে চালকের আসনে ব্রিটিশ লায়ন্সরা। 

হেডিংলিতে প্রথম ইনিংসে ভারতীয় দলের লজ্জাজনক পারফরমেন্সের পরও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় দলের ঘুড়ে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। অস্ট্রেলিয়াতেও ৩৬ রানে অলআউট হওয়ার পর সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। তাই একটা বাজে ইনিংসকে ভারতীয় দলের মাপকাঠি করতে নারাজ ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে হেডিংলিতে যদি প্রথম ইনিংসে রানের পাহাড় তৈরি করে ইংল্যান্ড তাহলে দ্বিতীয় ইনিংসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিরাট কোহলির দলকে।

YouTube video player