সংক্ষিপ্ত
মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন থেকেই ভারত সুবিধাজনক জায়গায় ছিল। দ্বিতীয় দিনের খেলাতেও দুপুরের মধ্যে নিজেদের অ্যাডভ্যান্টেজকে আরও বানিয়ে নেয় ভারতীয় ক্রিকেট দল। এবং জয়ের লক্ষে এক ভালো সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা।
জাদেজার দ্বিশতরান হল না। কিন্তু মোহালি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুবিধানক জায়গায় এই মুহূর্তে ভারত। বলতে গেলে রণকৌশলের দিক থেকে ভারতের চাপ এখন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ-এর উপরে। একদিকে বিশাল রানের লক্ষ্যমাত্রা প্রথম ইনিংসেই দিয়ে রেখেছে ভারত। তার সঙ্গে এই রানকে পার করে তার সঙ্গে কতটা ব্যবধান কমানো যাবে প্রথম ইনিংসে তা এই মুহূর্তে লক্ষ্য শ্রীলঙ্কা ক্রিকেট দলের। এদিন মধ্যাহ্নভোজের বিরতির পর ভারত রানের মাত্রাটাকে আরও খানিকটা বাড়িয়ে নেয়। চা-পানের বিরতির আগেই ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের রান তখন ৮ উইকেটে ৫৭৪ রান। রবীন্দ্র জাদেজা ১৭৫ রানে অপরাজিত থাকেন। আর মহম্মদ সামি অপরাজিত থাকেন ২০ রানে।
ভারতের পক্ষে জাদেজা ছাড়াও ভালো রান পেয়েছেন ঋষভ পন্থ। টেস্টের প্রথম দিনেই পন্থ আউট হয়ে গিয়েছিলেন। পন্থ মাত্র ৪ রানের জন্য তাঁর শতরান হাতছাড়া করেছিলেন। এছাড়াও ৬১ রানের একটা ইনিংস খেলেছেন রবীচন্দ্রণ অশ্বিন। ভারতীয় ব্যাটিং লাইন আপ-এর দিকে তাকালে স্কোরকার্ড এমন- মায়াঙ্ক আগরওয়াল ৩৩, রোহিত শর্মা ২৯, হনুমা বিহারি ৫৮, বিরাট কোহলি ৪৫, শ্রেয়স আইয়ার ২৭, জয়ন্ত যাদব ২।
শ্রীলঙ্কার বোলিং বিভাগের দিকে তাকালে স্কোরবোর্ডটা এমন- সুরঙ্গ লাকমল ৯০ রানে ২ উইকেট। বিশ্ব ফার্নান্ডো ১৩৫ রানে ২ উইকেট। লাহিরু কুমারা ৫২ রানে ১ উইকেট। লসিথ এমবুলদেনিয়া ১৮৮ রানে ২ উইকেট। ধনজ্ঞয় ডি সিলভা ৭৯ রানে ১ উইকেট। চারিথ আশালাঙ্কা কোনও উইকেট পাননি। ৩.১ ওভার বল করে ১৪ রান দিয়েছেন।
প্রথম দিনের শেষে ৪৫ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা ও ১০ অপরাজিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দলের ৩৩২ রান থেকে শুর হয়েছিল তাদের পার্টনারশি। দ্বিতীয় দিনের শুরু থেকে ছন্দে পাওয়ার যায় ভারতের দুই স্পিনার অলরাউন্ডারকে। দিনের শু রুতে একটু সেট হতে সময় নেওয়ার পর থেকেই একের পর এক নিজেদের শট খেলেন জাদেজা-অশ্বিন জুটি। চোখ ধাঁধানো বেশ কিছি শট খেলেন তারা। দুই বোলিং অলরাউন্ডার জুটিকে কোনও মতেই বাগে আনতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। অনবদ্য শতরানের পার্টনারশিপ করেন জাড্ড-অশ্বিন জুটি। নিজেদের অর্ধশতরানও পূরণ করেন তারা। ১৩০ রানের পার্টবারশিপ করার পর ব্যক্তগত ৬১ রানে আউট হনরবিচন্দ্রন। ৪৬২ রানে সপ্তম উইকেট পড়ে টিম ইন্ডিয়ার। অশ্বিন আউট হলেও নিজের ইনিংস চালিয়ে যান রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে টেস্ট দলে ফিরেই সেঞ্চুরি করেন ভারতীয় তারকা স্পিনার অলরাউন্ডার।