সংক্ষিপ্ত

টেস্ট ক্রিকেটে খারাপ ফর্ম অব্যাহত বিরাট কোহলির। চলতি ইংল্যান্ড সিরিজেও ব্যাটে রান নেই ভারত অধিনায়কের। যা নিয়ে উদ্বিগ্ন বিরাটের ছেলে বেলার কোচ রাজকুমার শর্মা। 
 

প্রায় ২বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই ভারত অধিনায়ক বিরাট কোহলির। ওয়ান ডে বা টি২০ ক্রিকেটে সেঞ্চুরির খরা থাকলেও, ছন্দে পাওয়া গিয়েছে বিরাটকে। কিন্তু টেস্ট ক্রিকেটে বিরাটের ব্যাটে রান নেই দীর্ঘ দিন। চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তিনটি ইনিংসে বিরাটের ব্যাটে এসেছে ০, ৪২, ২০ রান। যার ফলে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে পতন অব্যাহত বিরাট কোহলির। ভারত অধিনায়ক বর্তমানে নেমে এসেছেন ৫ নম্বরে।

আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে ৯০১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ৮৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ, চতুর্থ স্থানে রয়েছেন আরও এক অসি তারকা মার্নাস লেবুশানে। তার পয়েন্ট ৮৭৮। পঞ্চম স্থানে ৭৭৬ পয়েন্ট নিয়ে রয়েছেন ভারত অধিনায়ক। প্রথম স্থান তো দূরে থাক, চতুর্থ স্থানে থাকা মার্নাস লাবুশানের সঙ্গেও বিরাটের পয়েন্টের তফাৎ একশোরও বেশি।

বিরাট এই অবনমন কিছুতেই মেনে নিতে পারছেন না কোহলির ছেলে বেলার কোচ রাজকুমার শর্মা। হতাশ তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,'বিরাট কোহলি টেস্ট র‌্যাঙ্কিং-এ পাঁচে নেমে যাওয়াটা আমার কাছে খুবই যন্ত্রণার। আমি জানতাম, জো রুট ওকে টপকে যাবে। আমি ওর সঙ্গে নিশ্চয়ই কথা বলব।' তবে বিরাটকে আলাদা করে অনুপ্রেরণা দেওয়ার কোনও দরকার নেই বলেও জানিয়েছেন রাজকুমার শর্মা। লর্ডস টেস্ট জেতায় বিরাট খুব খুশি, উচ্ছ্বসিত রয়েছে। ফলে ব্যাট বড় রান আসাটা শুধু সময়ের অপেক্ষা বলে মনে করেন বিরাটের কোচ।

YouTube video player