সংক্ষিপ্ত
মুম্বইতে (Mumbai) ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্ট। এক ইনিংসে ১০ উইেট নিয়ে অন্য রেকর্ড গড়েছিলেন আজাজ প্য়াটেল (Ajaz Patel)। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়ে ২টি আরও রেকর্ড গড়লেন নিউজিল্য়ান্ড স্পিনার (New Zealand Spinner)।
মুম্বইয়ে (Mumbai) ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (2nd Test) পরাজয়ের দোরগোড়ায় নিউজিল্যান্ড (New Zealand)দল। প্রথম ইনিংসে ৬২ রানে লজ্জার টোটালে অলআউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া ৫৪০ রানের পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ১৪০ রানে ৫ উইকেট হারিয়েছে টম ল্যাথামের (Tom Latham)দল। চতুর্থ দিনে বিরাট কোহলির (Virat Kohli)দলের জয় শুধু সময়ের অপেক্ষা। মুম্বই টেস্টে নিউজিল্যান্ড দলের একমাত্র প্রাপ্তি বলতে গেলে আজাজ প্যাটেলের (Ajaz Patel) অনবদ্য বোলিং। একইসঙ্গে আজাজ প্যাটেলের কাছেও চির স্মরণীয় হয়ে থাকবে ২০২১-এর শেষ লগ্নে ওয়াংখেড়েতে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট (India vs New Zealand Test)। একদা মুম্বই নিবাসী কিউই স্পিনার একের পর এক রেকর্ড গড়লেন ম্যাচে। যা ক্রিকেট ইতিহাসেও থেকে যাবে অমলিন।
ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে একাই ১০ উইকেট নিয়ে অনন্য নজির গড়েন আজাজ প্যাটেল। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫৬ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন ইংরেজ স্পিনার জিম লেকর (Jim Laker)। তারপর ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নেন অনিল কুম্বলে (Anil Kumble)। তারপর দীর্ঘ ২২ বছর পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে ভারতের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়েতে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন আজাজ প্যাটেল। ৪৭.৫ ওভার বল করে ১২টি মেডেন ওভার ও ১১৯ রান দিয়ে ১০ উইকেট নেন ভারতীয় বংশোদ্ভূত এই বোলার। এবার দ্বিতীয় ইনিংসেও অনন্য রেকর্ড গড়লেন আজাজ প্যাটেল। ভেঙে দিলেন কিংবদন্তী ইয়ান বোথাম (Ian Botham) ও রিচার্ড হেডলির (Richard Hadlee) রেকর্ড। ভারতের বিরুদ্ধে এক টেস্টে সর্বাধিক উইকেট শিকারী হওয়ার পাশাপাশি নিউজিল্যান্ড বোলারদের মধ্যেও ভারতের বিরুদ্ধে এক টেস্টে সর্বাধিক উইকেট সংগ্রহকারী হলেন কিউই বাঁ-হাতি স্পিনার।
ভারতের বিরুদ্ধে একটি টেস্টে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড এর আগে ছিল ইংল্যান্ডের প্রাক্তন পেসার ইয়ান বথামের। এই মুম্বইয়েই ১৯৮০ সালে ভারতের বিরুদ্ধে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি। পাশাপাশি,নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ১৯৭৬ সালে ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে ১১টি উইকেট নিয়েছিলেন স্যার রিচার্ড হেডলি।সেই রেকর্ডও ছাপিয়ে গেলেন আজাজ। সার্বিক ভাবে নিউজিল্যান্ডের বোলার হিসেবে এক টেস্টে সর্বাধিক উইকেট নেওয়ার নজির রিচার্ড হেডলির। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩ রানে ১৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই রেকর্ড তালিকাতেও দ্বিতীয় স্থানে উঠে এলেন আজাজ প্যাটেল।