সংক্ষিপ্ত

ভারতের জিম্বাবোয়ে (India vs Zimbabwe 2022) সফর থেকে চোটের কারণে ভারতীয় ক্রিকেট দল (Indian cricket team) থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সেই জায়গায় সুযোগ পেলেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। 
 

আইপিএলে ২০২২-এ লাগাতার রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত পারফরম্যান্স। রঞ্জি ট্রফিতেও বাংলা দলকে একার হাতে জিতিয়েছেন একাধিক ম্যাচ। যারপর থেকেই ভারতীয় দলে সুযোগ পাওয়ার একটা জল্পনা তৈরি হয়েছিল বালার স্পিনার-অলরাউন্ডার শাহবাজ আহমেদের। অবশেষে ওয়াশিংটন সুন্দরের চোট ভাগ্যের দরজাটা খুলে দিল শাহবাদের। চোটের জন্য ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে বাংলার তারকা অল-রাউন্ডারের নাম জিম্বাবোয়েতে টিম ইন্ডিয়ার একদিনের সিরিজের জন্য ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার থেকেই একটা জল্পনা চলছিল শাহবাজ আহমেদের সুযোগ পাওয়ার বিষয়ে। মঙ্গলবার বিসিসিআই তা  সরকারিভাবে ঘোষণা করে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার স্বপ্নপূরণ হওয়ায় খুশি বাঁ হাতি স্পিনার-ব্যটসম্যান শাহবাজ আহমেদ।

বাংলা থেকে আরও এক ক্রিকেটার ভারতীয় দলে সুযোগ পাওযায় খুশি সিএবি কর্তা ও বাংলার বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ঋদ্ধিমান সাহা দীর্ঘ দিন ভারতীয় টেস্ট দলের হয়ে খেলেছেন। টি২০ দলে নিয়মিত না হলেও, টেস্ট ও ওডিআই দলে ভারতের অন্যতম প্রধান অস্ত্র মহম্মদ শামি। মাঝে লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারি, অশোক দিন্দারা টিম ইন্ডিয়ার হয়ে খেললেও লম্বা কেরিয়ার গড়তে পারেননি। এমনকী মহম্মদ শামির পর বাংলা থেকে আর কোনও ক্রিকেটার ভারতীয় দলে সুযোগ পাননি। অবশেষে শাহবাজ আহমেদ সেই খারাপ সময়ের বাধাটা ভেঙে দিলেন। প্রথম এগারোতে শাহবাজ সুযোগ পাবেন কিনা তা সময় বলবে, কিন্তু সুযোগ আসলে নিজের সেরাটা দিতে প্রস্তুত তরুণ স্পিনার অলরাউন্ডার।

আইপএলে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে ২৭৯ রান ককরেছেন শাহবাজ আহমেদ। উইকেট নিয়েছেন ১৩টি। ফার্স্ট ক্লাস কেরিয়ারে ১৮ ম্যাচে ১০৪১ রান করেছেন শাহবাজ। গড় ৪১.৬৪, সর্বোচ্চ স্কোর ১১৬, শতরান ১টি, অর্ধশতরান ৭টি। বল হাতে ১৮ ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ। ৫৭ রান দিয়ে ৭ উইকেট তার বেস্ট বোলিং ফিগার।

প্রসঙ্গত, ভারত বনাম জিম্বাবোয়ে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৮ অগাস্ট, দ্বিতীয় ম্যাচ ২০ অগাস্ট ও তৃতীয় ম্যাচ ২২ অগাস্ট। তিনটি ম্যাচই খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবে। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ ১২টা ১৫ মিনিটে। ভারতে টিম ইন্ডিয়ার জিম্বাবোয়ে সফরের তিনটি ওয়ান ডে ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপ  ও ওয়েব সাইটে।

জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের ওয়ান ডে স্কোয়াড: লোকশ রাহুল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান (ভাইস ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ ও দীপক চাহার।