বেজে গেল আইপিএলের ঘণ্টা আইপিএলের দল বদলে একাধিক চমক ক্রিশ লিন, উত্থাপ্পাদের ছেঁটে ফেলা হল কেকেআর থেকে নিলামে এবার ভাগ্য ঠিক হবে বাকি ক্রিকেটারদের

ভারতের সব থেকে বড় ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর সেই আইপিএলে এবার কোন দল কেমন হচ্ছে সেই অভাস পাওয়া গেল শুক্রবারই। শুক্রবার শেষ দিন ছিল নিলামের আগে সব খেলোয়াড়দের ব্যাপারে জানিয়ে দেওয়ার। এবার সেই অনুযায়ী ফ্রাঞ্চাইজি গুলো জানিয়ে দিলো নিজেদের দলের অবস্থান। কোন দল কাকে ছাড়ছে কোন দলে কে থাকছেন। সেটাই দেখে নেওয়া যাক এক ঝলকে।

প্রথমত কেকেআর এবার বড় চমক দিয়ে দল থেকে ছিটকে গিয়েছেন রবিন উত্থাপ্পা ও ক্রিশ লিন। একই সঙ্গে কেকেআর থেকে ছেড়ে দেওয়া হয়েছে কার্লোজ ব্রাথওয়েট ও পীযূষ চাওলাকে। সম্ভবত গত বছর সেভাবে কোনও পারফরম্যান্স না থাকায় এই দুই ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর। একই সঙ্গে রাজস্থান রয়্যালস ছেড়ে দিল্লি ক্যাপিটালসে খেলবেন অজিঙ্কা রাহানে। চেন্নাই সুপার কিংস দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মোহিত শর্মা ও ডেভিড উইলিকে। দিল্লি ক্যাপিটালস থেকে ছেড়ে দেওয়া হয়েছে কলিন মুনরো, ক্রিশ মরিসকে। কিংস ইলেভেন পঞ্জাব দলে এবার আর দেখা যাবে না ডেভিড মিলার, অ্যান্ড্রু টাইদের। একই সঙ্গে বেশ কিছু পরিবর্তন এসেছে বিরাট কোহলির দল আরসিবিতে। ব্যাঙ্গালোর দল থেকে এবার ছেড়ে দেওয়া হল বাংলার ক্রিকেটার প্রয়াস রায় বর্মনকে। একই সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে মার্কাস স্টোইনিস, হেটমায়ার সহ ডেল স্টেইনকেও।

Scroll to load tweet…

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…