সংক্ষিপ্ত

শেষ ৩ ম্য়াচ জিততে পারলে এখনও শেষ চারে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে চেন্নাই সুপার কিংসের (Chennai Super KKings)। কিন্তু তার আগে জোর ধাক্কা খেতে হল এমএস ধোনির (MS Dhoni)দলকে। 
 

মাঝ পথে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব ছেড়েছেন রবীবন্দ্র জাদেজা। ফের এমএস ধোনির  হাতে তুলে দেওয়া হয়েছে দায়িত্ব। পুরোনো পদে ফিরেই দলকে তিনটি ম্য়াচে ২টি জয় এনে দিয়েছেন চারবারের আইপিএল জয়ী অধিনায়ক। দলের শেষ চারে ওঠার ক্ষীণ আশাও বাঁচিয়ে রেখেছেন ধোনি। কিন্তু এরই মধ্যে সিএসকে শিবিরে দুঃসববাদ। এখনও পর্যন্ত যা খবর তাতে চোটের কারণে আইপিএল ২০২২-এ হয়তো আর দেখা যাবে না রবীন্দ্র জাদেজাকে। যা প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ জায়দগায় এসে সিএসকের কাছে জোর ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ফলে জাদেজার মত স্পিনিং অলরাউন্ডার না থাকায় শেষ তিনটি ডু অর ডাই ম্য়াচে ধোনির সমস্য়া আরও বাড়ল বলেই মনে করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্য়াচে রবীন্দ্র জাদেজা চোট পেয়েছিলেন।  শরীরের ওপরের অংশে  চোট লেগেছিল সিএসকে তারকার। চোটের কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও খেলতে পারেননি জাড্ডু। টসের সময় ধোনি নিজে জানিয়েছিলেন জাদেজা ফিট নয়, সেই জায়দায় খেলছেন শিবম দুবে। একটি সর্ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিগত কয়েক দিনে জাদেজার চোট ভালো করে পরীক্ষা করা দেখেছে সিএসকের মেডিক্যাল টিম। তাতে এখনও কোনও উন্নতি লক্ষ্য করা যায়নি। ফলে দলের তারকা ক্রিকেটারের চোট সিএসকে কোনও ঝুঁকি নিতে রাজি নয়। দলের স্টার অলরাউন্ডার ১০০ শতাংশ ফিট না হলে মাঠে নামার কোনও প্রশ্ন নেই।  আইপিএলের শেষ লগ্নের ম্য়াচগুলিতে রবীন্দ্র জাদেজার না খেলার সম্বভনাই বেশি বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃবলিউড স্টারের সঙ্গে সানিয়া মির্জার প্রেম, গিয়েছিলেন হোটেল রুমে, ফাঁস করেছিলেন এক ওয়েটার

আরও পড়ুনঃকোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারবে কেকেআর, জেনে নিন কী করতে হবে নাইটদের

আরও পড়ুনঃনাক ডেকে মুখ খুলে থেকে কেউ আবার সান গ্লাস পড়ে, দেখুন তারকা ক্রিকেটারদের ঘুমন্ত অবস্থার ভাইরাল ছবি

এবারের আইপিএল শুরুটা সুসংবাদ দিয়ে হলেও বাকি সময়টা একেবারেই ভালো যায়নি রবীন্দ্র জাদেজার। প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন এমএস ধোনি। দায়িত্ব দেওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজার উপর। বড় দায়িত্ব পেয়ে খুশি ছিলেন জাদেজা। কিন্তু তারপর চেন্নাই এই মরশুমে প্রথম ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে। কার্যত চেন্নাই আইপিএল থেকে ছিটকেই যায়।  অধিনায়কত্বের চাপে নিজের খেলার গ্রাফ নিম্নমুখী হয় জাদেজার। ১০ ম্যাচে ১১৬ রান করেছেন জাদেজা। নিয়েছেন ৫ উইকেট। তারপরই ফের ধোনিকে দায়িত্ব তুলে দিয়েছিলেন জাদেজা। কিন্তু এবার চোট সমস্যায় জেরবার সিএসকে তারকা। দ্রুত চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় জাদেজা ও জাড্ডু ফ্যানেরা।