সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানস (KKR vs GT)। প্রথমে ব্য়াট করে ১৫৬ রান করল হার্দিক পান্ডিয়ার দল।   কেকেআরের টার্গেট ১৫৭।
 

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটানসের মধ্যে ম্য়াচের প্রথম ইনিংসে ব্য়াটে-বলে হাড্ডাহাড্ডি লড়াই। দলের হয়ে অধিনায়কোচিত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। শেষের দিকে ম্য়াচে দুরন্ত কামব্য়াক করে কেকেআর বোলাররা। ম্য়াচে টস জিতে ব্য়াটিং করার সিদ্ধান্ত গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান করে গুজরাট। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৬৭ রান করেন হার্দিক পান্ডিয়া। এছা়ড়াও ২৭ রান করেন ডেভিড মিলার ও ২৫ রান করেন ঋদ্ধিমান সাহা। কেকেআরের হয়ে সর্বোচ্চ এক ওভার বল করে ৪ উইকেট নেন আন্দ্রে রাসেল। এছাড়া তিনটি উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট নেন উমেশ যাদব ও শিবম মাভি।

 

 

ব্য়াট করতে নেমে শুরুটা ভালো  হয়নি গুজরাট টাইটানসের। দ্বিতীয় ওভারে ৮ রানে প্রথম উইকেট পড়ে গুজরাটের। টিম সাউদির বলে ৭ রান করে করে আউট হন শুবমান গিল। এরপর ক্রিজে আসেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ঋদ্ধিমান সাহার সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তিনি। প্রথমে একটু সেট হয়ে নিয়ে তারপর আক্রমণাত্মক শট খেলা শুরু করেন হার্দিক। তাকে সঙ্গ দিয়ে যান ঋদ্ধিমান সাহা। বেশ কিছু ভালো শট দর্শকদের উপহার দেন হার্দিক ও ঋদ্ধি। নিজেদের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন দুই তারকা ব্য়াটসম্যান। দ্বিতীয় উইকেটে ৭৫ রান যোগ করেন হার্দিক ও ঋদ্ধি। ৮৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে গুজরাট টাইটানসের। উমেশ যাদবের বলে ২৫ রান করে আউট হন ঋদ্ধিমান সাহা। 

এরপর ক্রিজে এসে শুরু থেকেই হার্দিক পান্ডিয়ার সঙ্গে দলের স্কোর এগিয়ে নিয়ে যান ডেভিড মিলার। একের পর এক আক্রমণাত্মক শট খেলেন দুই তারকা। নিজের অর্ধশতরানও পূরণ করেন গুজরাট টাইটানস অধিনায়ক। দলের স্কোর একশো পার নিয়ে যান মিলার ও হার্দিক জুটি।  নিজেদর মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করার পর আউট হন ডেভিড মিলার। ২৭ রান করে শিবম মাভির শিকার হন তিনি। ১৩৩ রানে তৃতীয় উইকেট পড়ে গজরাটের। মিলার আউট হওয়ার পর বেশি সময় ক্রিজে দাঁড়াতে পারেননি হার্দিক। দলের ১৩৮ রানের মাথায়া ব্যক্তিগত ৬৭ রানে টিম সাউদির বলে আউট হন হার্দিক পান্ডিয়া। একই ওভারে খাতা না খুলে টিম সাউদির তৃতীয় শিকার হন রাশিদ খান। এরপর আর কোনও ব্য়াটসম্যান দাঁড়াতে পারেনি। শেষ ওভারে একাই ৪ উইকেট নেন আন্দ্রে রাসেল। আউট করেন অভিনব মনোহ ২, লকি ফার্গুসন ০, রাহুল তেওয়াটিয়া ১৭ ও যশ দয়াল ০ রানে আউট হন। শেষ পর্যন্ত ১৫৬ রানে শেষ হয় গুজরাট টাইটানসের ইনিংস। কেকেআরের জয়ের টার্গেট ১৫৭ রান।