আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে মুখোমুখি  কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ১৭৬ রান করল লখনউ। অর্ধশতরান করলেন কুইন্টন ডিকক। 

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্য়াচের প্রথম ২০ ওভারে দুরন্ত ক্রিকেট দেখল ক্রিকেট প্রেমিরা। প্রথম ওভারেই রান আউটের শিকার কেএল রাহুল থেকে তারপর কুইন্টন ডিকক ও দীপক হুডার বিধ্বংসী ব্য়াটিং। তারপর ফের ম্য়াচে ফেরে কেকেআরের। শেষ পর্যন্ত ফাইটিং টোটাল করল লখনউ সুপার জায়ান্টস। ম্য়াচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে লখনউ। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান রান করেন কুইন্টন ডিকক। এছাড়া ৪১ রান করেন দীপক হুডা। এছাড়া ২৮ রান করেন মার্কাস স্টয়নিস ও ২৫ রান করেন ক্রুণাল পাণ্ডিয়া। কেকেআরের সর্বোচ্চ ২টি উইকেট নেন আন্দ্রে রাসেল। 

Scroll to load tweet…

এদিন ব্য়াট করতে নেমে শুরুটা ভালো হয়নি লখনউ সুপার জায়ান্টসের। প্রথম ওভারেই দলের ২ রানে একটিও বল না খেলে কুইন্টন ডিককেক সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যান কেএল রাহুল। দুরন্ত থ্রো করেন শ্রেয়স আইয়র। এরপরই রুদ্রমূর্তি ধারন করেন ডিকক ও দীপক হুডা। পাওয়ার প্লে-তে একের পর এক আক্রমণাত্নমক শট খেলেন তারা। ঝড়ে গতিতে নিজেদের মধ্যে অর্ধশতরানের পার্টনারশিপ করে ফেলেন। বেশ কিছু চোখ ধাঁধানো শট ক্রিকেট প্রেমিদের উপহার দেন হুডা ও ডিকক জুটি। ওভার পিছু ১০ রানের বেশি গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন স্কোরবোর্ড। ২৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কুইন্টন ডিকক। ৭৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে লখনউ সুপার জায়ান্টসের। ৫০ রান করে সুনীল নারিনের বলে আউট হন কুইন্টন ডিকক।

Scroll to load tweet…

এরপর দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান দীপক হুডা ও ক্রুণাল পাণ্ডিয়া। তবে ডিকক আউট হওয়ার পর রানের গতিবেগ কিছুটা কমে লখনউয়ের। বেশ কয়েকটি ওভার ভালো বোলিং করেন কেকেআর বোলাররা। ক্রুণাল ও হুডা ৩৪ রানের পার্টনারশিপ করেন। ১০৭ রানে পড়ে তৃতীয় উইকেট। বোলিংয়ে এসেই ফের একবার উইকেট নিয়ে দলেক সাফল্য নএনে দেন আন্দ্রে রাসেল। ৪১ রান করে রাসেলের বলে আউট হন দীপক হুডা। এরপর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি ক্রুণাল পাণ্ডিয়া। রাসেলের দ্বিতীয় ওভারেই আউট হন তিনি। করেন ২৫ রান। ১২২ রানে চতুর্থ উইকেট পড়ে লখনউয়ের। এরপর লখনউয়ের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান আয়ূশ বাদোনি ও মার্কাস স্টয়নিস। ১৯ তম ওভারে শিবম মাভিকে ছয়ের হ্য়াটট্রিক মেরে আউট হন স্টয়নিস। করেন ২৮ রান। পরের দুটি বলে এসে ২টি ছয় মারেন জেসন হোল্ডার। শেষ ওভারে সাউদির বলে ১৩ রান করে আউট হন হোল্ডার। শেষ বলে রান আউট হন দুষ্মান্তা চামিরা। ২০ ওভারে ১৭৬ রান করল লখনউ সুপার জায়ান্টস। কেকেআরের টার্গেট ১৭৭ রান।