আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস (KK vs RR)। জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়র ও সঞ্জ স্য়ামসনের দল। ম্যাচের আগে দেখে নিন দুই দলের মুখোমুখি সাক্ষাকের পরিসংখ্যান। 

আইপিএল ২০২২ -এর মেগা ম্যাচে সোমবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে চলেছে এই ম্য়াচ। ম্য়াচে টস ভাগ্য সাথ দিল কলকাতার। রাতের খেলায় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। ডিউ সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে শ্রেয়স। আজকের ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স দলে দুটি পরিবর্তন হয়েছে। ভেঙ্কটেশ আইয়রের জায়গায় দলে এসেছেন অনুকুল রায় ও হর্শিত রানার বদলে দলে এসেছেন শিবম মাভি। অপরদিকে রাজস্থান রয়্যালস দলে একটি পরিবর্তন হয়েছে। ডায়ার্ল মিচেলের বদলে দলে সুযোগ পেয়েছেন করুণ নায়ার। টস হারলেও বড় টার্গেট সেট করে বিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য রাজস্থান রয়্যালসের।

Scroll to load tweet…

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে শুরুতে রয়েছেন অ্যারন ফিঞ্চ। দলের মিডল অর্ডারে খেলছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক), নীতিশ রানা ও রিঙ্কু সিং। দলে উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান হিসেবে খেলছেন বাবা ইন্দ্রজিৎ। অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। ব্য়াটে-বলে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। স্পিন অ্যাটাকে খেলবেন কেকেআরে মিস্ট্রি স্পিনার সুনীল নারিন ও সুযোগ পেয়েছেন অনুকুল রায়। দলের পেস বোলিং লাইনআপে থাকছেন টিম সাউদি, উমেশ যাদব ও শিবম মাভি।

এবার আইপিএলে সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হল রাজস্থান রয়্যালস। দলের ব্য়াটিং-বোলিং বিভাগে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন জস বাটলার ও দেবদূত পাড়িকল। বিধ্বংসী ফর্মে রয়েছেন বাটলার। মিডল অর্ডারে খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), শিমরন হেটমায়ার ও করুণ নায়ার। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে রিয়ান পরাগকে। স্পিন অ্য়াটেকে দলকে ভরসা দেবেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল। দুরন্ত ফর্মে রয়েছেন দুজনই। পেস অ্য়াটাকে থাকছেন ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ সেন।

Scroll to load tweet…

প্রসঙ্গত, প্রথম পর্বের সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সঞ্জু স্যামসনের দলের কাছা হারতে হয়েছিল শ্রেয়স আইয়রের দলকে। এই ম্য়াচে নামার আগে দুই দলই তাদের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। তবে কেকেআরের কাছে লড়াইটা এখন অনেক কঠিন। পরপর৫ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে নাইটদের। শেষ চারের ওঠার আশা জিইয়ে রাখতে হলে শেষ পাঁচটি ম্য়াচই জিততে হবে কেকেআরকে। বর্তমানে ৯টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। অপরদিকে, শেষ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারলেও লিগ টেবিলে এখনও অনেক ভালো জায়গায় রয়েছে রাজস্থান। ৯টি ম্যাচের মধ্যে ৬টি জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রয়্যালসরা। আজকের ম্য়াচে জয় পেতে মরিয়া দুই দল।