সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস (MI vs LSG)। ম্য়াচে প্রথমে ব্য়াট করে রান করল লখনউ সুপার জায়ান্টস। শতরান করলেন কেএল রাহুল। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস শেষ হয় ১৩২ রানে। কিন্তু ম্য়াচ জিতলেও শাস্তি হল কেএল রাহুলের।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৬ রানে জয় পেয়ে লিগ তালিকায় চার নম্বরে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টস। মুম্বই ম্য়াচে দলের ব্য়াটিংকে কার্যত একার হাতে টেনেছেন অধিনায়ক কেএল রাহুল। খেলেছেন অধিনায়কোচিত শতরানের ইনিংস। এবারের আইপিএলে এটি ছিল কেএল রাহুলের দ্বিতীয় শতরান। আইপিএল ২০২২-এ যে ৫টি শতরান হয়েছে তার মধ্যে তিনটি জস বাটলারের ও ২টি কেএল রাহুলের। রোহিত শর্মার দলের বিরুদ্ধে কেএল রাহুলের ব্য়াটিংয়ের দৌলতেই জয়ের স্বাদ পেয়েছে লখনউ। কিন্তু সেই জয়ের আনন্দে কিছুটা হলেও কাঁটা হয়ে থাকল লখনউ অধিনায়ক কেএল রাহুলের শাস্তি। এমনকী আরও একবার একই ভুল করলে রাহুলকে এক ম্য়াচের জন্য নির্বাসিত হতে হবে। শুধু রাহুল নয়, শাস্তি হয়েছে দলের অন্য়ান্য ক্রিকেটারদেরও।
আসলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের জন্য জরিমানা হয়েছে কেএল রাহুল সহ গোটা লখনউ সুপার জায়ান্টস দলের। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে না পারলে আইপিএলের নিয়ম অনুযায়ী শাস্তির সম্মুখীন হতে হয়। তাই রোহিত শর্মাদের বিরুদ্ধে মন্থর বল করার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রাহুলকে। এ বারের আইপিএলে দ্বিতীয় বারের জন্য একই অপরাধ করলেন রাহুল। তাই তাঁর জরিমানার টাকা বেশি। এর পর ফের একই অপরাধ হলে এক ম্যাচ নির্বাসিত করা হবে লখনউয়ের অধিনায়ককে। রাহুল ছাড়া লখনউয়ের প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ছ’লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। ফলে আগামি ম্য়াচগুলিতে বোলিং করার সময় বাড়তি সতর্ক থাকতে হবে কেএল রাহুলকে।
প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্য়াচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৬২ বলে ১০৩ রান করেন কেএল রাহুল। এছাড়া অন্য কোনও ব্য়াটসম্য়ান বড় রান করতে পারেননি। মনীশ পাণ্ডে করেন ২২ রান। ১৪ রান করেন আয়ূশ বাদোনি। কার্যত ওয়ান ম্যান শো ছিল লখনউয়ের ইনিংস। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রিলে মারডিথ ও কাায়রন পোলার্ড। রান তাড়া করতে ৮ উইকেটে হারিয়ে ১৩২ রানে থামে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন রোহিত শর্মা। ৩৮ রান করেন তিলক ভার্মা। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ক্রুণাল পাণ্ডিয়া। ৩৬ রানে ম্যাচ জেতে কেএল রাহুলের দল।
আরও পড়ুনঃশ্রমিকের কাজ করে একসময় কেটেছে দিন, বর্তমানে আইপএলের সৌজন্য কোটিপতি এই ক্রিকেটার